রাজ্যসভার উপসভাপতি পদে কংগ্রেস প্রার্থীর সমর্থন আদায়ের লক্ষে মমতার মুখোমুখি সনিয়া

Last Updated:

সম্প্রতি রাজ্যসভায় উপসভাপতি পদে নির্বাচন হতে চলেছে ৷ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি ও তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেল দেখা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি রাজ্যসভায় উপসভাপতি পদে নির্বাচন হতে চলেছে ৷ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি ও তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেল দেখা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷
সূত্রের খবর শনিবার আহমেদ পটেল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রায় এক ঘণ্টার বৈঠক হয়েছে ৷ উপসভাপতি পদে কংগ্রেস তৃণমূলের সম্মতি আদায়ের জন্যই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে ৷ এই পদে এখনও পর্যন্ত কেরলের রাজ্যসভা সাংসদ পিজে কুরিয়ান এই পদে আছেন ৷ তবে তাঁর দ্বিতীয় বারের জন্য এই পদেই পুর্বহাল থাকার সম্ভাবনা নেই ৷
advertisement
advertisement
ভারতের উপরাষ্ট্রপতিই রাজ্যসভার অধ্যক্ষ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা তাঁকে নির্বাচিত করেন ৷ সেখানে রাজ্যসভার উপসভাপতি নির্বাচিত করেন শুধুমাত্র রাজ্যসভার সাংসদেরা ৷ লোকসভার সব থেকে বড় দল বিজেপি রাজ্যসভায় উপসভাপতি পদে প্রার্থী মনোনয়নেও বেশ ইচ্ছুক ৷
তাই রবিবার নীতি আয়োগের বৈঠকের মাঝেই বিরোধী দলগুলির জোট অস্ত্রে শান দেওয়ার প্রক্রিয়াও বিশেষ করে চোখে পড়েছে ৷ ৯ সদস্যের বিজেডি ও ৬ সদস্যের টিআরএস আগেই জানিয়েছে রাজ্যসভার উপসভাপতি পদে তাঁরা কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থন করবে না ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভার উপসভাপতি পদে কংগ্রেস প্রার্থীর সমর্থন আদায়ের লক্ষে মমতার মুখোমুখি সনিয়া
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement