রাজ্যসভার উপসভাপতি পদে কংগ্রেস প্রার্থীর সমর্থন আদায়ের লক্ষে মমতার মুখোমুখি সনিয়া

Last Updated:

সম্প্রতি রাজ্যসভায় উপসভাপতি পদে নির্বাচন হতে চলেছে ৷ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি ও তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেল দেখা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি রাজ্যসভায় উপসভাপতি পদে নির্বাচন হতে চলেছে ৷ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধি ও তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেল দেখা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷
সূত্রের খবর শনিবার আহমেদ পটেল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে প্রায় এক ঘণ্টার বৈঠক হয়েছে ৷ উপসভাপতি পদে কংগ্রেস তৃণমূলের সম্মতি আদায়ের জন্যই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে ৷ এই পদে এখনও পর্যন্ত কেরলের রাজ্যসভা সাংসদ পিজে কুরিয়ান এই পদে আছেন ৷ তবে তাঁর দ্বিতীয় বারের জন্য এই পদেই পুর্বহাল থাকার সম্ভাবনা নেই ৷
advertisement
advertisement
ভারতের উপরাষ্ট্রপতিই রাজ্যসভার অধ্যক্ষ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা তাঁকে নির্বাচিত করেন ৷ সেখানে রাজ্যসভার উপসভাপতি নির্বাচিত করেন শুধুমাত্র রাজ্যসভার সাংসদেরা ৷ লোকসভার সব থেকে বড় দল বিজেপি রাজ্যসভায় উপসভাপতি পদে প্রার্থী মনোনয়নেও বেশ ইচ্ছুক ৷
তাই রবিবার নীতি আয়োগের বৈঠকের মাঝেই বিরোধী দলগুলির জোট অস্ত্রে শান দেওয়ার প্রক্রিয়াও বিশেষ করে চোখে পড়েছে ৷ ৯ সদস্যের বিজেডি ও ৬ সদস্যের টিআরএস আগেই জানিয়েছে রাজ্যসভার উপসভাপতি পদে তাঁরা কংগ্রেস মনোনীত প্রার্থীকে সমর্থন করবে না ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যসভার উপসভাপতি পদে কংগ্রেস প্রার্থীর সমর্থন আদায়ের লক্ষে মমতার মুখোমুখি সনিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement