UP poll officer Reena Dwivedi: সেই হলুদ শাড়ির ভোটকর্মীকে মনে আছে? উত্তরপ্রদেশের নির্বাচনে তিনি এবারও ভাইরাল
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
উত্তরপ্রদেশের চতুর্থ দফার নির্বাচনের আগেই ভাইরাল রীনা দ্বিবেদীর নয়া লুক-এর ছবি!
#লখনউ: ২০১৯-এর লোকসভা নির্বাচনে হলুদ সাড়ি, সানগ্লাস পরা এক ভোটকর্মীর ছবি তুমিল জনপ্রিয় হয়েছিল! সদা হাসিমুখের সেই ভোটকর্মীর নাম রিনা দ্বিবেদী (UP poll officer Reena Dwivedi)! হাসিমুখে হেঁটে যাচ্ছেন তিনি, দু’হাতে ধরা ইভিএমের বাক্স...রাতারাতি এই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, নিমেষে ভাইরাল হয়ে ওঠেন উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা বছর ৩২-এর রীনা (UP poll officer Reena Dwivedi)।
চলছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে ফের একবার ভাইরাল 'হলুদ শাড়ি'-র ভোটকর্মী রীনা দ্বিবেদী (UP poll officer Reena Dwivedi)! ৩ বছর পেরিয়ে এখন তিনি ৩৫-এ! লখনৌয়ের একটি কেন্দ্রে ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন! তবে, এই রীনাকে চেনা দায়! তিনি এবার আর শাড়িতে নয়, সেজেছেন পশ্চিমী পোশাকে! উত্তরপ্রদেশের চতুর্থ দফার নির্বাচনের আগেই ভাইরাল রীনা দ্বিবেদীর নয়া লুক-এর ছবি (UP poll officer Reena Dwivedi viral new look )!
advertisement
এবার রীনাকে দেখা যাচ্ছে কালো স্লিভলেস টপ, সাদা ট্রাউজার-এ, চোখে কালো সানগ্লাস, একহাতে লেদারের ব্যাগ, অন্যহাতে ইভিএমের বাক্স! বলা বাহুল্য, রীনার ওয়েস্টার্ন লুক-এর কদরদারও কম নয়! ফের তিনি সেনসেশন(UP poll officer Reena Dwivedi viral new look )। লুক-বদল নিয়ে হেসে বললেন, '' একটু তো নিজেকে পালটাতে হবে!''
advertisement

advertisement
লখনৌয়ের মোহনলাল গঞ্জ বিধানসভার গোসাইগঞ্জ-এর ১১ নম্বর কেন্দ্রে ভোট নেবেন রীনা! সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি এখন রীতিমতো স্টার! যেখানেই যাচ্ছেন, মানুষজন হামলে পড়ছেন তাঁর সঙ্গে ছবি তুলতে! ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ২ লাখেরও বেশি!
advertisement
advertisement
লখনউয়ের পিডব্লিউডি বিভাগে কর্মরত রীনা। তাঁর একটি ছেলে রয়েছে, নাম অদিত, নবম শ্রেণিতে পড়ে। ২০১৯-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটে দায়িত্ব পড়েছিল রিনার। সেবারও লখনউ থেকে ৪০ কিলোমিটার দূরে মোহনলাল গঞ্জে ভোটের কাজে গিয়েছিলেন তিনি। পরনে ছিল হলুদ শাড়ি, সানগ্লাস। গলায় ঝুলছিল পরিচয়পত্র। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাঁর সেই ছবি। ২০১৩-য় পিডব্লিউডি-র জুনিয়ার অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ শুরু করেন রিনা। কাজ করেছেন ইনসিওরেন্স সেক্টরেও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 22, 2022 10:39 PM IST