Piyush Pandey: 'আব কী বার মোদি সরকার' স্লোগানের নেপথ্যেও ছিলেন পীযূষ পাণ্ডে, স্মৃতি চারণায় কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Piyush Pandey: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার জানিয়েছেন, ২০১৪ সালের আব কী বার মোদি সরকার স্লোগানের নেপথ্যে ছিলেন কিংবদন্তি বিজ্ঞাপন শিল্পী পীযূষ পাণ্ডে।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার জানিয়েছেন, ২০১৪ সালের ‘আব কী বার মোদি সরকার’ স্লোগানের নেপথ্যে ছিলেন কিংবদন্তি বিজ্ঞাপন শিল্পী পীযূষ পান্ডে। ‘সেলিব্রেটিং পীযূষ‘ ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রাথমিক ভাবে ২০১৪ সালে বিজেপির নির্বাচনী প্রচার সংক্রান্ত কাজে প্রাথমিক ভাবে দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন পীযূষ পান্ডে।
advertisement
advertisement
পীযূষ গোয়েল বলেন, “আমি ওর সঙ্গে সাত ঘণ্টা বসেছিলাম, কিন্তু তিনি বারবার না বলছিলেন”। “পরের দিন সকালে, তিনি আমাকে ফোন করে বললেন, ‘এটা দেশের জন্য প্রয়োজন।‘ তিনি সাধারণত কখনও রাজনৈতিক প্রচার করেননি, কিন্তু তিনি ২০১৪ সালের ওই প্রচারের কাজটি দেশের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।”
advertisement
পীযূষ গোয়েল আরও জানান, পীযূষ পাণ্ডে কখনও এর জন্য কৃতিত্ব দাবি করেননি। “অন্যরা এটি লিখেছেন বলে দাবি করেছেন, কিন্তু তিনি কখনও একটি শব্দও বলেননি। এতটাই বিনয়ী ছিলেন তিনি।” মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “তিনি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারতেন — সংক্ষিপ্ত, সহজ, জোরালো। মাত্র চারটি শব্দে একটি খুব বড় বার্তা দিয়েছিলেন”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 3:22 PM IST

