Piyush Pandey: 'আব কী বার মোদি সরকার' স্লোগানের নেপথ্যেও ছিলেন পীযূষ পাণ্ডে, স্মৃতি চারণায় কেন্দ্রীয় মন্ত্রী

Last Updated:

Piyush Pandey: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার জানিয়েছেন, ২০১৪ সালের আব কী বার মোদি সরকার স্লোগানের নেপথ্যে ছিলেন কিংবদন্তি বিজ্ঞাপন শিল্পী পীযূষ পাণ্ডে।

কী বললেন পীযূষ গোয়েল
কী বললেন পীযূষ গোয়েল
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রবিবার জানিয়েছেন, ২০১৪ সালের ‘আব কী বার মোদি সরকার’ স্লোগানের নেপথ্যে ছিলেন কিংবদন্তি বিজ্ঞাপন শিল্পী পীযূষ পান্ডে। সেলিব্রেটিং পীযূষ ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে, কেন্দ্রীয় মন্ত্রী জানান, প্রাথমিক ভাবে ২০১৪ সালে বিজেপির নির্বাচনী প্রচার সংক্রান্ত কাজে প্রাথমিক ভাবে দায়িত্ব নিতে অস্বীকার করেছিলেন পীযূষ পান্ডে।
advertisement
advertisement
পীযূষ গোয়েল বলেন, “আমি ওর সঙ্গে সাত ঘণ্টা বসেছিলাম, কিন্তু তিনি বারবার না বলছিলেন”। “পরের দিন সকালে, তিনি আমাকে ফোন করে বললেন, ‘এটা দেশের জন্য প্রয়োজনতিনি সাধারণত কখনও রাজনৈতিক প্রচার করেননি, কিন্তু তিনি ২০১৪ সালের ওই প্রচারের কাজটি দেশের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন।”
advertisement
পীযূষ গোয়েল আরও জানান, পীযূষ পাণ্ডে কখনও এর জন্য কৃতিত্ব দাবি করেননি। “অন্যরা এটি লিখেছেন বলে দাবি করেছেন, কিন্তু তিনি কখনও একটি শব্দও বলেননি। এতটাই বিনয়ী ছিলেন তিনি।” মন্ত্রী পীযূষ গোয়েল বলেন, “তিনি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারতেন সংক্ষিপ্ত, সহজ, জোরালো। মাত্র চারটি শব্দে একটি খুব বড় বার্তা দিয়েছিলেন”।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Piyush Pandey: 'আব কী বার মোদি সরকার' স্লোগানের নেপথ্যেও ছিলেন পীযূষ পাণ্ডে, স্মৃতি চারণায় কেন্দ্রীয় মন্ত্রী
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement