অটলবিহারী যে বাংলোয় থাকতেন সেখানে এ বার থাকবেন অমিত শাহ
Last Updated:
২০০৪ সালে লোকসভা ভোটে হেরে যাওয়ার পর ৬এ, কৃষ্ণ মেনন মার্গ বাড়িটিতে পরিবারকে নিয়ে ১৪ বছর কাটিয়েছেন অটলবিহারী বাজপেয়ী৷ বাজপেয়ীর মৃত্যুর পর গত বছর নভেম্বরে বাড়িটি ছেড়ে দেন বাজপেয়ীর পরিবার৷
#নয়াদিল্লি: অটলবিহারীর বাজপেয়ীর স্মৃতি বিজড়িত কৃষ্ণ মেনন মার্গের বাসিন্দা এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মঙ্গলবার অমিত শাহ নতুন বাসভবনে গেলেন৷ নয়াদিল্লির ৬এ, কৃষ্ণ মেনন মার্গ বাড়িটিতেই থাকতেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷
অমিত শাহ এত দিন যে বাসভবনে থাকতেন, সেই ১১, আকবর রোডের বাড়িটি দেওয়া হয়েছে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী৷ অমিত শাহ থাকবেন অটলবিহারী বাজপেয়ী যে বাড়িতে থাকতেন একসময়, সেই বাড়িতে৷ ২০০৪ সালে লোকসভা ভোটে হেরে যাওয়ার পর ৬এ, কৃষ্ণ মেনন মার্গ বাড়িটিতে পরিবারকে নিয়ে ১৪ বছর কাটিয়েছেন অটলবিহারী বাজপেয়ী৷ বাজপেয়ীর মৃত্যুর পর গত বছর নভেম্বরে বাড়িটি ছেড়ে দেন বাজপেয়ীর পরিবার৷
advertisement
গত জুনে ওই বাড়িটির অবস্থা দেখতে গিয়েছিলেন অমিত শাহ৷ কিছু পরিবর্তন করেন বাড়িটিতে৷ ২০১৪ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেয়, আগে কোনও রাজনৈতিক নেতা থাকতেন, এমন কোনও সরকারি বাংলো সংশ্লিষ্ট নেতার মৃত্যুর পর মেমোরিয়াল হিসেবে খালি রেখে দেওয়া হবে না৷
advertisement
আরও ভিডিও: তারাপীঠ মন্দিরে অমিত শাহ
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2019 8:30 PM IST