Constitution Amendment Bill: গ্রেফতার হয়ে তিরিশ দিন বন্দি থাকলেই পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা! আজই বিল পেশ লোকসভায়

Last Updated:

এই বিলটির সঙ্গেই বুধবার আরও দুটি বিল লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন  বিল, ২০২৫৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
পদে থাকাকালীন গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে তিরিশ দিন জেল বন্দি থাকলেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বা রাজ্য সরকারের মন্ত্রী অপসারণের পথ প্রশস্ত করতে বুধবারই লোকসভায় নতুন বিল পেশ করছে কেন্দ্রীয় সরকার৷ জম্মু কাশ্মীর সহ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রীরাও এই নতুন আইনের আওতায় আসবেন৷
সূত্রের খবর, বুধবারই লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই সংশোধনীর মাধ্যমেই ২৩৯এ(এ) অনুচ্ছেদের মধ্যে ৫এ ধারা যুক্ত করা হবে৷ এই সংশোধনী আইনে পরিণত হলে গুরুতর অভিযোগে গ্রেফতার হয়ে জেলে বা তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলেই কোনও মুখ্যমন্ত্রীকে অপসারণের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না৷ প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে বা হেফাজতে থাকলে ৩১ তম দিনে পদ ছাড়তে হবে অভিযুক্ত মুখ্যমন্ত্রীকে৷ প্রধানমন্ত্রী এবং কেন্দ্র বা রাজ্যের মন্ত্রীরাও গ্রেফতার হয়ে তিরিশ দিন জেলে থাকলে এই শর্ত প্রযোজ্য হবে৷
advertisement
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল আবগারি দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পরেও দীর্ঘ প্রায় ৬ মাস মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রস্তাবিত সংশোধনী আইনে পরিণত হলে গ্রেফতার হওয়ার পর একমাস জেলে থাকলেই পদ ছাড়তে বাধ্য হবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা৷
advertisement
এই বিলটির সঙ্গেই বুধবার আরও দুটি বিল লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সেগুলি হল কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনিক সংশোধনী বিল এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন  বিল, ২০২৫৷
advertisement
তবে জেল থেকে মুক্ত হওয়ার পর ফের নিজস্ব পদে ফিরতে পারবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অথবা মন্ত্রীরা৷ প্রস্তাবিত সংশোধনীতে সেই সুযোগও থাকছে৷
এই তিনটি বিল লোকসভায় পেশ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস৷
কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি এক্স হ্যান্ডেলে অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় এজেন্সিগুলিকে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করার ক্ষেত্রে কোনও গাইডলাইন মানা হচ্ছে না৷ এবার গ্রেফতার হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরানোর জন্য বিল আনা হচ্ছে৷ বিরোধীদের দুর্বল করে দেওয়ার সবথেকে ভাল উপায় হচ্ছে পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় এজেন্সিগুলিকে মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া৷ ভোটে হারাতে না পারলেও গ্রেফতার করে তাঁদের পদ থেকে সরিয়ে দেও৷ আর বিজেপি-র ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীদের কারও গায়ে আঁচড়ও লাগবে না৷ কংগ্রেসের মতো অন্যান্য বিরোধী দলগুলিও নতুন এই আইনের তীব্র বিরোধিতার পথে হাঁটবে বলেই মনে করা হচ্ছে৷’
advertisement
জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল, ২০২৫ লোকসভায় পেশ হওয়ার খবর শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যের তকমা ফেরাতে উদ্যোগী হচ্ছে কেন্দ্র৷ পরে সেই ধারণা ভুল পরিণত হয়৷ কেন্দ্রের এই নতুন প্রস্তাবিত বিল নিয়ে বুধবার উত্তাল হতে পারে লোকসভা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Constitution Amendment Bill: গ্রেফতার হয়ে তিরিশ দিন বন্দি থাকলেই পদ হারাবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা! আজই বিল পেশ লোকসভায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement