রাজ্যগুলিকে GST বাবদ বকেয়া টাকা মেটানোর অবস্থায় নেই কেন্দ্র: রিপোর্ট

Last Updated:

রাজ্যগুলিকে বকেয়া জিএসটি দেওয়া নিয়ে জুলাইয়ে বৈঠক হওয়ার কথা ছিল জিএসটি কাউন্সিলের৷ কিন্তু এখনও সেই বৈঠক হয়নি৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সোমবারই রাজ্যের বকেয়া জিএসটি-র টাকা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু রাজ্যগুলিকে বকেয়া জিএসটি মেটানোর বিষয়ে কার্যত হাত তুলে দিল কেন্দ্র৷ বুধবার সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব অজয় ভূষণ পাণ্ডে জানিয়ে দিলেন, রাজ্যগুলিকে বকেয়া জিএসটি মেটানোর মতো অবস্থায় এখন নেই কেন্দ্র৷
এ দিন করোনা অতিমারির জেরে রাজস্ব আদায়ে ঘাটতির প্রসঙ্গে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা জিগ্গেস করেন, কী ভাবে রাজ্যগুলিকে দেওয়া প্রতিশ্রুতি পালন করবে কেন্দ্র৷ সেই প্রশ্নে পাণ্ডে বলেন, 'কেন্দ্র ও রাজ্যের জিএসটি ভাগ ফর্মুলায় পরিবর্তন করার প্রভিশন জিএসটি আইনে রয়েছে৷ কেন্দ্রের রাজস্ব আদায় একটি নির্দিষ্ট পরিমাণের নীচে হলে, সেই ফর্মুলা পরিবর্তন করা যায়৷'
advertisement
গত সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায়, ২০১৯-২০২০ আর্থিক বছরের জিএসটি-র চূড়ান্ত ইনস্টলমেন্ট ১৩ হাজার ৮০৬ কোটি ছেড়ে দিয়েছে কেন্দ্র৷
advertisement
রাজ্যগুলিকে বকেয়া জিএসটি দেওয়া নিয়ে জুলাইয়ে বৈঠক হওয়ার কথা ছিল জিএসটি কাউন্সিলের৷ কিন্তু এখনও সেই বৈঠক হয়নি৷
এ দিন স্ট্যান্ডিং কমিটির বৈঠকে কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি, অম্বিকা সোনি, গৌরব গগৈ ও এনসিপি সাংসদ প্রফুল প্যাটেল দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অবলিম্বে আলোচনার দাবি করেন৷
advertisement
সোমবার মোদিকে মমতা বলেন, 'করোনা মোকাবিলায় রাজ্যের প্রচুর খরচ হচ্ছে৷ প্রায় আড়াই হাজার কোটি টাকা খরচ৷ কেন্দ্রের কাছে ৫৩ হাজার কোটি টাকা বকেয়া আছে৷ সেই টাকা দয়া করে কিছু কিছু করে মিটিয়ে দিলে ভালো হয়৷ এছাড়া জিএসটি বাবদ এপ্রিল থেকে মে ৪ হাজার ১৩৫ কোটি টাকা আমরা পাইনি৷ আমফান ঝড়ে ক্ষতিপূরণ বাবদ ১ হাজার কোটি টাকা পেয়েছি৷ ক্ষতিপূরণে খরচ সাড়ে ৬ হাজার কোটি টাকা৷ বাকি টাকা দিলে ভালো হয়৷'
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যগুলিকে GST বাবদ বকেয়া টাকা মেটানোর অবস্থায় নেই কেন্দ্র: রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement