Indigo Update: রবিবার রাত ৮টার মধ্যে বাতিল উড়ানের টিকিটের দাম ফেরাতে হবে, ইন্ডিগো-কে কড়া নির্দেশ কেন্দ্রের!

Last Updated:

গত পাঁচ দিন ধরে গোটা দেশে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ শুক্রবারও সংস্থার এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে৷

ইন্ডিগো বিভ্রাটে কড়া কেন্দ্র৷ ছবি- পিটিআই
ইন্ডিগো বিভ্রাটে কড়া কেন্দ্র৷ ছবি- পিটিআই
আগামিকাল, রবিবার রাত ৮টার মধ্যে বাতিল হওয়া সমস্ত উড়ানের টিকিটের দাম ফেরত দিতে হবে ইন্ডিগো-কে৷ বেসরকারি বিমান সংস্থাকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷
গত পাঁচ দিন ধরে গোটা দেশে ভেঙে পড়েছে ইন্ডিগো-র পরিষেবা৷ শুক্রবারও সংস্থার এক হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে৷ ইন্ডিগো বিভ্রাটে গত কয়েক দিনে নাজেহাল হয়েছেন হাজার হাজার যাত্রী৷ দেশের বিভিন্ন বিমানবন্দরে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি৷ শনিবারও ইন্ডিগোর বাতিল হওয়া উড়ানের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে৷
এর আগে ইন্ডিগো-র পক্ষ থেকেই বাতিল হওয়া উড়ানের টিকিটের দাম ফেরত দেওয়ার কথা জানানো হয়েছিল৷ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, রবিবার রাত ৮টার মধ্যে টিকিটের দাম ফেরত না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷
advertisement
advertisement
একই সঙ্গে বিবৃতিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, উড়ান বাতিল হলে যদি কোনও যাত্রী নতুন কোনও উড়ানের টিকিট করেন সেক্ষেত্রে যেন রিশিডিউলিং চার্জ চাপানো না হয়৷
এর পাশাপাশি ইন্ডিগো-কে আলাদা করে প্যাসেঞ্জার সাপোর্ট এবং রিফান্ড-এর জন্য সহায়তা কেন্দ্র খোলার নির্দেশও দেওয়া হয়য়েছে৷ যাতে সরাসরি যাত্রীদের সঙ্গেই যোগাযোগ করে হয় তাঁদের নতুন উড়ানের ব্যবস্থা করে দেওয়া নয়তো টিকিটের দাম ফেরত দেওয়ার ব্যবস্থা করা যায়৷ ইন্ডিগোর পরিষেবা পুরোপুরি ঠিক হওয়া পর্যন্ত উড়ান বাতিল হলেই টিকিটের দাম রিফান্ড-এর ব্যবস্থা চালু থাকবে৷
advertisement
উড়ান শেষ মুহূর্তে বাতিল হওয়ার কারণে যে যাত্রীদের মালপত্র তাঁদের থেকে আলাদা হয়ে গিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সেই সমস্ত মালপত্র ফেরত দেওয়ার জন্যও ইন্ডিগো-কে নির্দেশ দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo Update: রবিবার রাত ৮টার মধ্যে বাতিল উড়ানের টিকিটের দাম ফেরাতে হবে, ইন্ডিগো-কে কড়া নির্দেশ কেন্দ্রের!
Next Article
advertisement
Civic Volunteer Arrested: কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস! বর্ধমানে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
কনস্টেবল পরিচয় দিয়ে বিয়ের প্রতিশ্রুতি, তরুণীর সঙ্গে সহবাস!বর্ধমানে ধৃত সিভিক ভলেন্টিয়
  • বর্ধমান থেকে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার৷

  • বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল বর্ধমান থানার পলপ

VIEW MORE
advertisement
advertisement