Rail Budget 2023: নতুন চমকের নাম হাইড্রোজেন ট্রেন, আরও বাড়তে পারে বন্দেভারত এক্সপ্রস,রেল বাজেটে কী থাকতে পারে

Last Updated:

Rail Budget: পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়তে পারে ভারতীয় রেলে। নজরে থাকবে করোনা পরবর্তী সময়ে বন্ধ থাকা পাস/ছাড় নিয়ে

Union Budget 2023-2024
Union Budget 2023-2024
#নয়াদিল্লি: বাজেটে আরও বন্দেভারত এক্সপ্রেসের ঘোষণা থাকতে পারে।বুলেট ট্রেন ও হাইড্রোজেন ট্রেন নিয়েও একাধিক ঘোষণার সম্ভাবনা।অপারেটিং রেশিও যথাযথ করতে বেশ কিছু ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে জোর দেওয়া হতে পারে।নজরে থাকবে করোনা পরবর্তী সময়ে বন্ধ থাকা পাস/ছাড় নিয়ে।আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের স্টেশন তৈরির ঘোষণা হতে পারে।
বর্তমানে ভারতীয় রেলকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বুলেট ট্রেন চালানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন। বন্দে ভারত ট্রেন দেশের বিভিন্ন রুটে চালানো হচ্ছে। আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে। পাশাপাশি চলছে বুলেট ট্রেন তৈরির কাজও। এমন পরিস্থিতিতে আজকে পেশ হতে চলা বাজেটে কিছু বিশেষ ঘোষণা পেতে পারে রেল। মনে করা হচ্ছে, এবারের বাজেটে আরও বেশ কিছু হাই স্পিড ট্রেনের ঘোষণা করা হতে পারে। এবারের বাজেটে ২০০টি বন্দে ভারত ট্রেন মিলতে পারে।
advertisement
advertisement
আগামী ৩ বছরে এই বন্দে ভারত এক্সপ্রেসগুলি ধীরে ধীরে রেল লাইনে আসতে পারে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ৮টি বন্দে ভারত এক্সপ্রেস দেশের নানা প্রান্তে চলছে। এছাড়া, রেলের জন্য এবারের বাজেটে মূলত দুটি ঘোষণা হতে পারে।রাজধানী, শতাব্দী এক্সপ্রেস, দুরন্তর মতো সব দ্রুতগতির ট্রেনগুলির ট্রেনের আরও গতি বাড়ানো হতে পারে। একাধিক রুটে বন্দে ভারত ট্রেন দিয়ে বদলে ফেলা হতে পারে অন্য ট্রেন। গুরুত্বপূর্ণ রুটে প্রতি ঘন্টায় ১৮০ কিলোমিটারের বেশি গতিতে ট্রেন চালাতে পারে রেল। ভারতীয় রেলের গতি ও রফতানি ক্ষমতা বাড়ানোর এই পরিকল্পনা ছাড়াও রেলের পরিকাঠামো শক্তিশালী করতে বাজেটে তহবিল বরাদ্দ বাড়ানো হতে পারে।
advertisement
এই বাজেটে ২০২৪ সালের আর্থিক বছরের হিসেবে রেলের খাতে আসতে পারে ১.৯ লাখ কোটি টাকা। যা চলতি বছরে রয়েছে ১.৪ লাখ কোটি টাকা। সেক্ষেত্রে এরফলে চলতি বছরের তুলনায় ৩০ শতাংশ বাড়তে পারে বাজেট বরাদ্দ।ভারতীয় রেলের আধিকারিকরা জানাচ্ছেন, আয় ও ব্যায়ের মধ্যে সমতা বজায় রেখে চলার ঘোষণা হতে পারে৷ রেলের এখন এক টাকা আয় করতে যে অর্থ খরচ হচ্ছে তা নিয়ন্ত্রণ করে আয় বাড়াতে চায় রেল।
advertisement
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rail Budget 2023: নতুন চমকের নাম হাইড্রোজেন ট্রেন, আরও বাড়তে পারে বন্দেভারত এক্সপ্রস,রেল বাজেটে কী থাকতে পারে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement