Union Budget 2022: নির্মলার বাজেটে হতাশ করদাতারা! মধ্যবিত্তদের কপালে কেবলই ভাইরাল মিম

Last Updated:

Nirmala Sitharaman Budget: অর্থনীতিবিদদের মতে, কর ব্যবস্থায় পরিকাঠামো না আনায় বাজারে চাহিদা সেভাবে বাড়বে না৷ ফলে, এই কোভিড আবহে অর্থনীতি কতখানি সমৃদ্ধ হবে তার আশঙ্কাও করেছেন তাঁরা৷

Budget 2022: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম
Budget 2022: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম
#নয়াদিল্লি: মাসের পয়লা দিন এবং প্রথম দিনেই গরীব থেকে বড়োলোক সক্কলের আগামী অর্থবর্ষের পরিকল্পনার বাক্স খুলে ফেলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করোনা মহামারীর এই দ্বিতীয় বছরে নিঃসন্দেহে বাজেট (Union Budget 2022) থেকে সকলের প্রত্যাশাই ছিল বিবিধ। এই নিয়ে টানা চতুর্থবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী সীতারমণ।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- কর বাড়েনি, এই অনেক! আয়করে ছাড়ের প্রশ্নে অবাক নির্মলা, দিলেন পাল্টা জবাব
দেশের অর্থনীতি থেকে বিচারব্যবস্থা সোশ্যাল মিডিয়াতে সবকিছুর জন্যই রয়েছে ভিন্ন ভিন্ন পিঁড়ি। আর তাই ২০২২ সালের বাজেট (Union Budget 2022) পেশ হওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়েছে বাজেট সংক্রান্ত নানান হাস্যকৌতুক। দেশের মধ্যবিত্তদের ভাগ্যে কী লিখলেন নির্মলা সীতারমণ তাই নিয়ে একের পর এক মিম উথলে উঠেছে ট্যুইটারে।
advertisement
advertisement
advertisement
নির্মলা সীতারমণের বাজেটে (Union Budget 2022) এবারও হতাশাই জুটেছে করদাতাদের কপালে (Budget Speech 2022)। কর কাঠামো অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও বাড়ছে না বলেই মত অর্থনীতিবিদদের৷ তবে কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷কর্পোরেট ট্যাক্সের হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে এই বাজেটে৷ আর তাই নিয়েই মিম ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
বাজেটে গত বছরের মতো এবারেও ব্যক্তিগত আয়কর কাঠামোয় কোনও বদল আনেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Income Tax Slabs 2022-23)৷ কেন বদলানো হল না কর কাঠামো তার ব্যাখ্যা দিয়ে নির্মলা বলেন, “মনে রাখবেন, গত বছরের পর এ বছরও এক পয়সা কর বাড়ানো হয়নি৷ কর থেকে সরকারের আয় বাড়ানোর কোনও চেষ্টা করিনি৷ গত বছর প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, যতই ঘাটতি থাকুক না অতিমারীর মধ্যে বাড়তি কর চাপিয়ে মানুষের উপরে যেন কোনও চাপ না দেওয়া হয়৷ এবারেও সেই একই নির্দেশ মেনে কর বাড়ানো হয়নি।”
আরও পড়ুন- সস্তা হল পোশাক, মোবাইল, চার্জার! নির্মলার বাজেটে দাম বাড়ল কীসের?
তবে অর্থনীতিবিদদের মতে, কর ব্যবস্থায় পরিকাঠামো না আনায় বাজারে চাহিদা সেভাবে বাড়বে না৷ ফলে, এই কোভিড আবহে অর্থনীতি কতখানি সমৃদ্ধ হবে তার আশঙ্কাও করেছেন তাঁরা৷ নির্মলা সীতারমণ জানিয়েছেন, আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2022: নির্মলার বাজেটে হতাশ করদাতারা! মধ্যবিত্তদের কপালে কেবলই ভাইরাল মিম
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement