Union Budget 2019: ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিজেপি

Last Updated:
#নয়াদিল্লি: তিন রাজ্য বিধানসভায় পরাজয়ের পর, লোকসভা নির্বাচনের আগে নড়েচড়ে বসেছে মোদি সরকার ৷ মানুষের কাছে জনপ্রিয়তা বজায় রাখতে ও মানুষের ভরসা জিততে এবারের বাজেটে একাধিক বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে মনে করা হচ্ছে ৷ সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন বাজেটে Universal Basic Income নিয়ে বড় ঘোষণা করতে পারে মোদি সরকার ৷ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় বিধানসভা নির্বাচনে হারের পর এবার বিজেপি সরকার বাজেটে গ্রামীণ এলাকায়, চাষের বিষয়ে ফোকাস বাড়ানো হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
আধিকারিকরা জানিয়েছেন, এই বাজেটে গ্রামীণ এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি ও কৃষি ক্ষেত্রে সমস্যার উপরে বড় ঘোষণা নেওয়া হতে পারে ৷ এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সরকার অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য আয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে ৷ এই বিষয়ে সরকার পর্যালোচনা করছে ৷
advertisement
advertisement
রাজস্থানের নির্বাচনী প্রচারে গড় আয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ এর জন্য সরকার বিভিন্ন স্থরে কাজ করার দাবি করেছে যার জেরে গড় আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
গত সপ্তাহে নিউজ ১৮ দেওয়া একটি সাক্ষাৎকারে অরবিন্দ সুব্রহ্মণ্যম ইউনিভার্সাল বেসিক ইনকামের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, ‘জম্মু কাশ্মীরের সরকারের সঙ্গে এই বিষয়ে কথা হয়ে গিয়েছে ৷ নীতিশ কুমারের সঙ্গেও এই সংক্রান্ত আলোচনা হয়েছে ৷ উনি এই বিষয়ে অত্যন্ত উৎসাহি ৷ আমি মনে করি কেন্দ্র রাজ্যকে এই বিষয়ে স্বাধীনতা দিলে বেশ কিছু রাজ্য UBI ফলো করবে ৷’
advertisement
বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, রাজনীতিতে এটি গেম চেঞ্জার হতে পারে ৷ এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে ৷ নিশ্চিত আয়ের উপর এর বড় প্রভাব পড়তে চলেছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Union Budget 2019: ইউনিভার্সাল বেসিক ইনকাম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement