বিজেপিতে যোগদান করলেন সাংসদ সৌমিত্র খাঁ
Last Updated:
#কলকাতা: লোকসভা ভোটের আগে পুনরায় দলবদল । বিজেপিতে যোগদান করতে চলেছে তৃণমূল নেতা সৌমিত্র খাঁ । বাঁকুড়ার বিষ্ণুপুরে তৃণমূলের সাংসদ ছিলেন তিনি । আজই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি ।আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, রাজ্য বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন সৌমিত্র।
TMC Lok Sabha MP Soumitra Khan joins Bharatiya Janata Party (BJP) in Delhi. Union Minister Dharmendra Pradhan and West Bengal BJP leader Mukul Roy also present. pic.twitter.com/IDsBgB6IhF
— ANI (@ANI) January 9, 2019
advertisement
যদিও ঠিক কেন এই সিদ্ধান্ত নিলেন তা স্পষ্ট হয়নি । তবে কয়েকমাস ধরেই তৃণমূলের দলীয় কাজকর্মে যোগ দিচ্ছিলেন না সৌমিত্র খাঁ , এমনকি দলের সঙ্গে কোনও যোগাযোগও রাখেননি তিনি । নির্বাচনে লড়ার টিকিট পাবেন না জেনেই দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের ।সুদীপ বন্দ্যোপাধ্যায়কে , সৌমিত্রকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন পার্থ । তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত তৃণমূলের ।
Location :
First Published :
January 09, 2019 3:15 PM IST