Women Kidnapped: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, আরজি করের আবহেই আবারও প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা

Last Updated:

অভিযুক্তরা সোমবার রাতে দুটো এসইউভি নিয়ে রীতিমতো শূন্যে গুলি চালাতে চালাতে আসে৷

দেশে আবার অপহরণ ও গণধর্ষণের অভিযোগ৷ প্রতীকী ছবি
দেশে আবার অপহরণ ও গণধর্ষণের অভিযোগ৷ প্রতীকী ছবি
কাপ্তানগঞ্জ: দেশে আবার অপহরণ ও গণধর্ষণের অভিযোগ৷ ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের কাপ্তানগঞ্জে৷ এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশ মোট আটজনকে গ্রেফতার করেছেন৷
জানা গিয়েছে ঘটনাটি সোমবার রাতে৷ কুশনিনগর জেলায় দু’জন অর্কেস্টা নর্তকীকে ভাড়া বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে, আততায়ীরা বন্দুক নিয়ে আসে৷ তারপর প্রাণের ভয় দেখিয়ে দু’জনকে জোড় করে কাপ্তানগঞ্জ এলাকায় নিয়ে আসে৷ সেখানেই এই তারা মহিলা দু’জনের সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটায়৷
advertisement
advertisement
কুশিনগর পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র জানিয়েছেন, অভিযুক্তরা সোমবার রাতে দুটো এসইউভি নিয়ে রীতিমতো শূন্যে গুলি চালাতে চালাতে আসে৷ অজিত সিং নামে একজনের বাড়িতে মহিলাদের নিয়ে যাওয়া হয়, তারপর তাঁদের গণধর্ষণ করা হয়৷
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল৷ ডান্সাররা তাঁদের সঙ্গে যেতে অসম্মত হওয়ায়, তাঁরা গুলি চালাতে শুরু করে৷ ঘটনায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়ে৷
advertisement
ঘটনার রিপোর্ট পাওয়ার পরই পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে৷ অর্থক সিং, নগেন্দ্র যাদব, অশ্বন সিং, অজিত সিং ও বিবেক শেঠকে আটক করে৷
বাকি দুজনকে আটক করতে গেলে পুলিশকে লক্ষ করে তারা গুলি ছোঁড়ে৷ পাল্টা পুলিশের ছোঁড়া গুলিতে দু’জনই আহত হয়৷
অভিযুক্তদের কাছ থেকে পুলিশ দুটো এসএইভি, একটা অবৈধ মোটরবাইক, অবৈধ কারখানায় নির্মিত চারটি পিস্তল-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Women Kidnapped: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, আরজি করের আবহেই আবারও প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement