Women Kidnapped: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, আরজি করের আবহেই আবারও প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অভিযুক্তরা সোমবার রাতে দুটো এসইউভি নিয়ে রীতিমতো শূন্যে গুলি চালাতে চালাতে আসে৷
কাপ্তানগঞ্জ: দেশে আবার অপহরণ ও গণধর্ষণের অভিযোগ৷ ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের কাপ্তানগঞ্জে৷ এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশ মোট আটজনকে গ্রেফতার করেছেন৷
জানা গিয়েছে ঘটনাটি সোমবার রাতে৷ কুশনিনগর জেলায় দু’জন অর্কেস্টা নর্তকীকে ভাড়া বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়৷ পুলিশ সূত্রে জানানো হয়েছে, আততায়ীরা বন্দুক নিয়ে আসে৷ তারপর প্রাণের ভয় দেখিয়ে দু’জনকে জোড় করে কাপ্তানগঞ্জ এলাকায় নিয়ে আসে৷ সেখানেই এই তারা মহিলা দু’জনের সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটায়৷
আরও পড়ুন: রাশিফল ১২ সেপ্টেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
advertisement
advertisement
কুশিনগর পুলিশ সুপার সন্তোষ কুমার মিশ্র জানিয়েছেন, অভিযুক্তরা সোমবার রাতে দুটো এসইউভি নিয়ে রীতিমতো শূন্যে গুলি চালাতে চালাতে আসে৷ অজিত সিং নামে একজনের বাড়িতে মহিলাদের নিয়ে যাওয়া হয়, তারপর তাঁদের গণধর্ষণ করা হয়৷
পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্তরা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল৷ ডান্সাররা তাঁদের সঙ্গে যেতে অসম্মত হওয়ায়, তাঁরা গুলি চালাতে শুরু করে৷ ঘটনায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়ে৷
advertisement
ঘটনার রিপোর্ট পাওয়ার পরই পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে৷ অর্থক সিং, নগেন্দ্র যাদব, অশ্বন সিং, অজিত সিং ও বিবেক শেঠকে আটক করে৷
বাকি দুজনকে আটক করতে গেলে পুলিশকে লক্ষ করে তারা গুলি ছোঁড়ে৷ পাল্টা পুলিশের ছোঁড়া গুলিতে দু’জনই আহত হয়৷
অভিযুক্তদের কাছ থেকে পুলিশ দুটো এসএইভি, একটা অবৈধ মোটরবাইক, অবৈধ কারখানায় নির্মিত চারটি পিস্তল-সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 12, 2024 9:58 AM IST