#তিরুবনন্তপুরম: পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক পরিণতি দক্ষিণ ভারতে! বাংলার এই দুই শ্রমিক সোমবার সন্ধ্যায় একটি সেপটিক ট্যাঙ্কে পড়ে যান। আচমকা পড়ে যাওয়ার কারণে তাঁদের মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, রাত ৮টা ৪৫ মিনিটে ত্রিশুর জেলার থিরুরে দেশা সমুদায়ম ক্যাপেলার কাছে কিজক্কে অঙ্গাদিতে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। ট্যাঙ্কে পড়ে যাওয়া টাকা তোলার চেষ্টা করতে গিয়েই সেপটিক ট্যাঙ্কে পড়ে যান তাঁরা।
আরও পড়ুন- এতকাল ধরে বিদ্যুৎ নেই দ্রৌপদী মুর্মুর গ্রামে! ২৪ ঘণ্টার মধ্যে আলো আনার নির্দেশ
দুই পরিযায়ী শ্রমিকই পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা। পরিযায়ী আলমাস শেখ ও শেখ আবদুল আলম দুই ভাই ছিলেন। তারা থিরুরের ডেনির বাড়িতে অন্য এক ভাই মহাম্মদ ইব্রাহিমের সঙ্গেই থাকতেন।
সূত্রের খবর, মহম্মদ ইব্রাহিমের অন্তর্বাসের পকেটে রাখা প্রায় ৩,০০০ টাকা সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। ট্যাঙ্ক থেকে ওই টাকা তোলার চেষ্টা করতে গিয়েই এক ভাই অজ্ঞান হয়ে প্রথমে ট্যাঙ্কের ভেতরে পড়ে যান। অন্য যেজন তাঁকে বাঁচানোর চেষ্টা করছিলেন, তিনিও তাতে পড়ে যান।
আরও পড়ুন- সরকারি সুনজরে মাধবনের Rocketry! তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিশেষ স্ক্রিনিং
পুলিশ ও দমকল বিভাগের উদ্ধারকর্মীরা সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহগুলি উদ্ধার করে। তাঁদের ত্রিশূর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Migrant labour, Septic tank