UttarPradesh: স্বাধীনতা দিবসে লাড্ডু চুরি! উত্তরপ্রদেশে দুই পড়ুয়াকে স্কুল থেকে বেরই করে দিলেন প্রধানশিক্ষক

Last Updated:

Two students expels for stealing laddus- উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বেসিক শিক্ষা অধিকারী ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লখনউ: এ যেন লঘু পাপে গুরু দণ্ড। স্বাধীনতা দিবসের দিন লাড্ডু ‘চুরির’ অভিযোগের ভিত্তিতে দুই ছাত্রীকে স্কুল থেকেই বের করে দেওয়া হল। উত্তরপ্রদেশের সাহারানপুরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পূর্ণঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বেসিক শিক্ষা অধিকারী ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, দুই পড়ুয়াই একই পরিবারের, সম্পর্কে তাঁরা পরস্পরের বোন। আর্থিকভাবে তাঁরা স্বচ্ছল নয়। পরিবারের দাবি প্রিন্সিপাল তাঁদের দুই শিশুর জীবন নষ্ট করে দিয়েছেন। সাহারানপুরের নাকুর এলাকার ঘটনা। দুই পড়ুয়া যথাক্রমে সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পড়ে। অভিযোগ প্রিন্সিপাল তাঁদের টিসি নিয়ে স্কুল থেকে চলে যেতে বলেন।
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত গত ১৫ই অগাস্ট, স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে লাড্ডু বিতরণ হচ্ছিল। সেই সময় কিছু লাড্ডু প্রিন্সিপালের অফিসে রাখা ছিল। ঠিক তারপরের দিন অর্থাৎ ১৬ই অগাস্ট যখন প্রিন্সিপাল ক্লাস নিচ্ছিলেন তখন অভিযুক্ত দুই পড়ুয়া জল খেতে যাওয়ার নাম করে প্রিন্সিপালের অফিস থেকে লাড্ডু চুরি করে খায়। কিন্তু, লাড্ডু চুরি করলে কি স্কুল থেকে বহিষ্কার করা ঠিক? সেই বিচারেই তদন্তে নেমেছে প্রশাসন।
বাংলা খবর/ খবর/দেশ/
UttarPradesh: স্বাধীনতা দিবসে লাড্ডু চুরি! উত্তরপ্রদেশে দুই পড়ুয়াকে স্কুল থেকে বেরই করে দিলেন প্রধানশিক্ষক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement