Durga Puja in Madhya Pradesh | Viral Video: এবার মধ্যপ্রদেশ, বিসর্জন-শোভাযাত্রার মধ্যেই ঢুকে পড়ল গাড়ি! ভাইরাল ভয়ঙ্কর ভিডিও
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Durga Puja in Madhya Pradesh | Viral Video: জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বাজরিয়া থানা এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার মধ্যেই ঢুকে পড়ে বেপরোয়া গতিতে থাকা একটি গাড়ি।
#ভোপাল: ভয়াবহ বললেও কম বলা হয়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখিমপুরের (Lakhimpur Kheri Violence) ছায়া যেন বারবার পড়ছে দেশের নানা প্রান্তে শোভাযাত্রার অনুষ্ঠানে। প্রথমে ছত্তিশগড়ের (Chhattisgarh) যশপুর, এবার মধ্যপ্রদেশের ভোপাল। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বাজরিয়া থানা এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার মধ্যেই ঢুকে পড়ে বেপরোয়া গতিতে থাকা একটি গাড়ি। সেই গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন। তাঁদের মধ্যেও দু'জনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে খবর, দুর্গা প্রতিমা বিসর্জনের ওই শোভাযাত্রায় শিশু, বৃদ্ধ এবং মহিলারাও অনেকে ছিলেন। ঘটনাস্থলের কাছাকাছি থাকা মানুষজন জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ ভোপালের বাজরিয়া এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা এগিয়ে চলছিল। সেই সময়ই আচমকা একটি বেপরোয়া গাড়ি শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েকজনকে পিষে দিয়ে প্রবল গতিতে চলে যায় গাড়িটি। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির সন্ধান শুরু করেছে পুলিশ। তবে, গাড়ি বা চালক এখনও কারও খোঁজ মেলেনি।
advertisement
#WATCH Two people were injured after a car rammed into people during Durga idol immersion procession in Bhopal's Bajaria police station area yesterday. Police said the car driver will be nabbed.#MadhyaPradesh pic.twitter.com/rEOBSbrkGW
— ANI (@ANI) October 17, 2021
advertisement
কয়েকজনকে পিষে দিয়ে গাড়িটি চম্পট দিতেই গোটা এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রবল হইহট্টগোলের মধ্যে গাড়ির চালকও পালিয়ে যান। ঘটনার বিরুদ্ধে পথে নামেন বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। এমনকী পুলিশ লাঠিচার্জও করে বলে অভিযোগ। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ দেখে গাড়িচা লককে চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে।
advertisement
মধ্যপ্রদেশের আগে ছত্তিশগড়েও ঘটে এমনই কাণ্ড। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, দর্শনার্থীদের একটি শোভাযাত্রার মধ্যে আচমকা ঢুকে পড়ে একটি এস ইউ ভি গাড়ি। ঘাতক গাড়িটির ধাক্কায় (Chhattisgarh| Viral Video) মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন ১৭ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ছত্তিশগড়ের ঘটনায় ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ভোপালের ঘটনায় অভিযুক্ত এখনও পলাতক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 17, 2021 10:37 AM IST