মোরবি ব্রিজ বিপর্যয়ে গ্রেফতার ৯, ধৃতদের তালিকায় ব্রিজ রক্ষণাবেক্ষণ সংস্থার ২ ম্যানেজার, ৩ নিরাপত্তা রক্ষী

Last Updated:

ধৃতদের মধ্যে রয়েছেন ব্রিজ রক্ষণাবেক্ষণ সংস্থা 'ওভেরা'-র ২ জন ম্যানেজার। ধৃতদের তালিকায় রয়েছে ২ জন টিকেট ক্লার্ক, ২ জন কনট্রাক্টর এবং ৩ নিরাপত্তা রক্ষী-ও

#গুজরাত:  মোরবি ব্রিজ বিপর্যয়ে ৯ জনকে গ্ররেফতার করল গুজরাত ATS। ধৃতদের মধ্যে রয়েছেন ব্রিজ রক্ষণাবেক্ষণ সংস্থা 'ওভেরা'-র ২ জন ম্যানেজার। ধৃতদের তালিকায় রয়েছে ২ জন টিকেট ক্লার্ক, ২ জন কনট্রাক্টর এবং ৩ নিরাপত্তা রক্ষী-ও। গাফিলতির দায়ে এই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কেবল ব্রিজ! এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৪০। আশঙ্কা করা হচ্ছে, এখনও মাচ্ছু নদীর জল-কাদায় প্রায় ১০০ দেহ আটকে রয়েছে। কিন্তু দিনের আলো ফুরিয়ে রাত নেমে আসার কারণে আপাতত উদ্ধারকার্য বন্ধ করতে বাধ্য হয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে ফের উদ্ধারকাজ শুরু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
advertisement
স্থানীয় মোরবি পুরসভার প্রধান আধিকারিক দাবি করেছেন, তাদের অনুমতি ছাড়াই সংস্কারের পর ওই সেতুটি খুলে দেওয়া হয়েছিল৷ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি। প্রায় ১৪০ বছরের পুরনো ব্রিটিশ আমলের এই ঝুলন্ত ব্রিজটি সংস্কারের পর গত ২৬ অক্টোবর নতুন করে উদ্বোধন করা হয়৷ এর পর গতকাল বিকেলে মচ্ছু নদীর উপরে সেতুটি আচমকাই ভেঙে পড়ে৷
advertisement
গত সপ্তাহে ব্রিজ খোলার আগে সেতুটি সংস্কার করেছিল 'ওভেরা' নামক সংস্থা। এই সংস্থা সিএফএল বাল্ব তৈরির জন্যই সারা দেশে বিখ্যাত। বাল্ব ছাড়াও সংস্থাটি তৈরি করে ঘড়ি, ইলেকট্রিক বাইক। ‘অজন্তা’ এবং ‘অরপ্যাটে’র ঘড়ি এই দেশে জনপ্রিয়তা লাভ করে এই সংস্থার হাত ধরেই। সেতু সংস্কারের সঙ্গে তারা যুক্ত, এমন কোনও কথার উল্লেখ নেই সংস্থার ওয়েবসাইটেও। মাচ্ছু নদীর উপর ভেঙে পড়া সেতুটির রক্ষণাবেক্ষণ করা ছাড়া তারা অন্য কোনও সেতুর নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিল, এমন কোনও তথ্যও পাওয়া যায়নি। এবার প্রশ্ন উঠছে, কীভাবে ঘড়ি বানানোর অভিজ্ঞতা নিয়ে সেতু সংস্কারের বরাত পেল 'ওভেরা'?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মোরবি ব্রিজ বিপর্যয়ে গ্রেফতার ৯, ধৃতদের তালিকায় ব্রিজ রক্ষণাবেক্ষণ সংস্থার ২ ম্যানেজার, ৩ নিরাপত্তা রক্ষী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement