'চোখের সামনে দেখলাম ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা নদীর জলে তলিয়ে গেল', মোরবি সেতুর ভয়াবহ দৃশ্য ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শী

Last Updated:

রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কেবল ব্রিজ

#মুম্বই: রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে মাচ্চু নদীর উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কেবল ব্রিজ! মৃতের সংখ্যা ক্রমে বেড়েই চলেছে! সোমবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৪১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুলন্ত সেতু ভেঙে পড়ে জখম বহু মানুষ। স্থানীয় মোরবি পুরসভার প্রধান আধিকারিক দাবি করেছেন, তাদের অনুমতি ছাড়াই সংস্কারের পর ওই সেতুটি খুলে দেওয়া হয়েছিল৷ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে কোনও ‘ফিটনেস সার্টিফিকেট’ নেওয়া হয়নি। প্রায় ১৪০ বছরের পুরনো ব্রিটিশ আমলের এই ঝুলন্ত ব্রিজটি সংস্কারের পর গত ২৬ অক্টোবর নতুন করে উদ্বোধন করা হয়৷ এর পর গতকাল বিকেলে মচ্ছু নদীর উপরে সেতুটি আচমকাই ভেঙে পড়ে৷
চারপাশে শুধুই আর্তনাদ, শুতুই হাহাকার! সেতু ভেঙে নদীতে তলিয়ে যাচ্ছে মানুষের স্রোত। ব্রিজের কাছে ছিলেন এক চা-বিক্রেতা! তিনি এখনও চোখের সামনে দেখা ঘটনার ভয়াবহতা ভুলতে পারেননি, এখনও চোখের সামনে ভেসে উঠছে সেই মর্মান্তিক দৃশ্য...সাত-আট মাসের এক অন্তঃসত্ত্বা
সেতু থেকে পড়ে তলিয়ে গেলেন নদীর জলে।
advertisement
আরও পড়ুন: 'সেতুটি পুনরায় চালু করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস শংসাপত্র নেওয়া হয়নি', সেতু বিপর্যয়ে মারাত্মক তথ্য
চা বিক্রেতা জানান, ''প্রতি রবিবারের মতো এই রবিবারও সেতুর কাছে চা-বিক্রি করছিলাম। আমি চোখের সামনেই দেখলাম ঝুলন্ত সেতুটি ছিঁড়ে পড়ে গেল। উফফ, কী ভয়ঙ্কর সেই দৃশ্য! সেতুর উপরে থাকা মানুষ চোখের নিমেষে হুড়মুড়িয়ে পড়ে গেলেন জলে। কিছু মানুষ প্রাণ বাঁচাতে তারের সঙ্গে ঝুলছিলেন, পরে তাঁরাও পা পিছলে নদীতে পড়ে যান। আমি চোখের সামনেখে দেখলাম, সাত-আট মাসের এক অন্তঃসত্ত্বা সেতু থেকে পড়ে গেলেন। কিছু করতে পারলাম না...নিমেষের মধ্যেই সব শেষ হয়ে গেল...দৃশ্যটা কিছুতেই ভুলতে পারছি না, আমাকে তাড়া করে বেড়াচ্ছে, সারা রাত ঘুমাতে পারিনি।’’
advertisement
মোরবীতে সেতু ভেঙে পড়ার মুহূর্তের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে! কয়েক সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, সেতুর উপর সরু জায়গায় কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন। তাঁদের ভারে সেতুটি দুলছে। অনেকেই আবার ইচ্ছে করে সেতুর দড়ি ধরে তা কাঁপাচ্ছেন। আচমকাই সর্বনাশ! ছিঁড়ে পড়ল দড়ি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, নীচে নদী। ব্রিজের উপরে থাকা সকলেই পড়ে গেলেন নদীর জলে।
বাংলা খবর/ খবর/দেশ/
'চোখের সামনে দেখলাম ৭-৮ মাসের অন্তঃসত্ত্বা নদীর জলে তলিয়ে গেল', মোরবি সেতুর ভয়াবহ দৃশ্য ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement