Varanasi: রবিনসন স্ট্রিটের ছায়া, এক বছর ধরে মৃত মায়ের দেহ আগলে দুই মেয়ে, দরজা খুলতেই....

Last Updated:

কেন মায়ের মৃতদেহ এইভাবে ঘরের মধ‍্যে বন্ধ রেখেছিল দুই সন্তান? কীভাবে মারা গেছিলেন ওই মহিলা? ঘটনার কারণ হিসেবে চাঞ্চল‍্যকর তথ‍্য উঠে এসেছে।

রবিনসন স্ট্রিটের ছায়া, এক বছর ধরে মৃত মায়ের দেহ আগলে দুই মেয়ে, দরজা খুলতেই....
রবিনসন স্ট্রিটের ছায়া, এক বছর ধরে মৃত মায়ের দেহ আগলে দুই মেয়ে, দরজা খুলতেই....
বারাণসী: এক বছর ধরে মায়ের মৃতদেহ নিয়ে একঘরে বসবাস করছেন দুই মেয়ে। শিহরণ জাগানো এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাণসীতে। জানা গিয়েছে, ওই পরিবারের আত্মীয়রা আসার পর কেউ গেট না খোলায় তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ উদ্ধার করে মৃতা মায়ের কঙ্কাল। কিন্তু কেন মায়ের মৃতদেহ এইভাবে ঘরের মধ‍্যে বন্ধ রেখেছিল দুই সন্তান? কীভাবে মারা গেছিলেন ওই মহিলা? ঘটনার কারণ হিসেবে চাঞ্চল‍্যকর তথ‍্য উঠে এসেছে।
ঘটনাটি লঙ্কা থানা এলাকার মাদারওয়া গ্রামের। দারোয়ার বাসিন্দা ঊষা ত্রিপাঠি ৮ ডিসেম্বর ২০২২ সালে মারা যান। তাঁর দুই মেয়ে পল্লবী এবং বৈশ‍্যিক ত্রিপাঠী। পল্লবী ত্রিপাঠী (২৭) একজন সাধু। এবং মৃতা উষা ত্রিপাঠীর ছোট মেয়ে বৈশ‍্যিক দশম শ্রেণির ছাত্রী।
advertisement
advertisement
মায়ের মৃতদেহ কেন আগলে রেখেছিল দুই মেয়ে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বোনে জানায় শবদেহ সত্‍কারের অর্থ না থাকায় তাঁরা এই কাজ করেছেন। ঘটনায় ইতিমধ‍্যেই তদন্ত শুরু হয়েছে। দুই বোনকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশবাহিনী।
উষা ত্রিপাঠীর লাশ বর্তমানে পুলিশি হেফাজতে। মৃতার দুই কন‍্যা জানায়, শারীরিক অসুস্থতার কারণেই মারা গিয়েছেন তাঁদের মা। এবং আর্থিক অভাবের কারণেই তাঁরা মায়ের সত্‍কার করতে পারেননি। এক বছর ধরে কীভাবে নিজেদের ভরণ পোষণ চালিয়েছেন ওই দুই কন‍্যা? পুলিশ জেরার মুখে পল্লবী এবং বৈশ‍্যিক জানিয়েছেন, তাঁরা বাড়ির গয়না, বাসন-সহ দামি জিনিসপত্র বিক্রি করেই খরচ চালিয়েছেন।
advertisement
ইতিমধ‍্যেই মৃতার কঙ্কাল ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে। উষা ত্রিপাঠীর মৃত্যু স্বাভাবিক নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। লঙ্কা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কঙ্কালের পোস্টমর্টেম করা হচ্ছে। রিপোর্ট পেলেই বিষয়টি জানা যাবে। তিনি এও জানান,‘‘মেয়ে দুটিকেও মানসিকভাবে অসুস্থ বলেই মনে হচ্ছে।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Varanasi: রবিনসন স্ট্রিটের ছায়া, এক বছর ধরে মৃত মায়ের দেহ আগলে দুই মেয়ে, দরজা খুলতেই....
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement