কপাল পুড়ল ভারতীয়দের! কেন ভারতের উপর ২৫% শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প? ১ অগস্ট থেকে সব 'বদল'... পাকিস্তানের সঙ্গে ঠিক কী চুক্তি হল? দুই দেশের সমঝোতায় বিরাট চমক...

Last Updated:

বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে, তার উন্নতির স্বার্থে আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে কাজ করবে।

News18
News18
কলকাতা: ভারত থেকে রফতানি হওয়া পণ্যে ২৫ শতাংশ শুল্ক চাপানোর পরেই এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেললেন ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানান, পাকিস্তানে যে তেলের ভান্ডার রয়েছে, তার উন্নতির স্বার্থে আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে কাজ করবে।
ভারতীয় পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হল আমেরিকা। প্রতি বছর পোশাক, রত্ন, গাড়ির যন্ত্রাংশ, তথ্যপ্রযুক্তি এবং ওষুধ রফতানি করা হয় আমেরিকায়। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্যের দাম বাড়বে আমেরিকায়, বিক্রিতে প্রভাব পড়তে পারে। ডলারের সাপেক্ষে ইতিমধ্যেই কমেছে টাকার দাম, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে টাকা আরও পতনের মুখে পড়তে পারে। সেই সঙ্গে বৃহস্পতিবার বড় ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার। মার্কিন বিনিয়োগকারীরা বিপুল শেয়ার বেচে দিতে পারেন। এর জেরে রাত পোহালেই বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন ভারতীয় বিনিয়োগকারীরা।
advertisement
advertisement
আসলে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ করে ভারতের উপর ২৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত আলোড়ন সৃষ্টি করেছে। এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে যে আলোচনার মাঝখানে ট্রাম্প হঠাৎ করে এই ‘শুল্ক বোমা’ কেন ফেলে দিলেন? এখন হোয়াইট হাউসের উপদেষ্টা এই বিষয়ে পরিস্থিতি স্পষ্ট করেছেন। হোয়াইট হাউসের উপদেষ্টা বলেছেন যে ভারতের সাথে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ডোনাল্ড ট্রাম্প ‘হতাশ’। তিনি মনে করেন যে ভারতের উপর আরোপিত ২৫% শুল্ক এই পরিস্থিতির ‘সমাধান করবে। বুধবার ট্রাম্প লেখেন, “আমরা এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম। চুক্তি অনুযায়ী সে দেশের বিশালাকার তৈল ভান্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথ কাজ করবে।”
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
কপাল পুড়ল ভারতীয়দের! কেন ভারতের উপর ২৫% শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প? ১ অগস্ট থেকে সব 'বদল'... পাকিস্তানের সঙ্গে ঠিক কী চুক্তি হল? দুই দেশের সমঝোতায় বিরাট চমক...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement