Tripura Tmc: মোদি ফিরতেই আসরে তৃণমূল, ২০২৩-এর লক্ষ্যে আজ বড় অভিযান ঘাসফুলের!

Last Updated:

Tripura Tmc: লক্ষ্য আগামী বছর বিধানসভা নির্বাচন, আজ একাধিক ইস্যুতে ত্রিপুরায় রাজভবন অভিযান তৃণমূলের। 

যে পথে এগোচ্ছে তৃণমূল
যে পথে এগোচ্ছে তৃণমূল
#আগরতলা: লক্ষ্য ২০২৩ এর বিধানসভা নির্বাচন। নতুন বছরের শুরু থেকেই বিধানসভা ভোটে ভালো ফলের লক্ষ্যে ত্রিপুরায় ঝাঁপাতে চলেছে তৃণমূল। আজ ত্রিপুরা রাজভবন অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস। আইন শৃঙ্খলা থেকে কর্ম সংস্থান সহ একাধিক ইস্যুতেই ত্রিপুরায় আন্দোলন শুরু করছে জোড়া ফুল শিবির (Tripura Tmc)। ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৫ দফা দাবীতে রাজভবন অভিযানআজ বুধবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৫ দফা দাবীতে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে দলমত নির্বিশষে।
পনেরো দফা দাবীকে সামনে রেখে সকাল ১১ টার সময় বিবেকানন্দ ময়দানের সামনে জমায়েত করা হবে। যে যে ইস্যুতে তারা রাজভবন অভিযান করবে, রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলার চরম অবনতি, প্রতিনিয়ত মহিলা নির্যাতন, ধর্ষণ, খুন, ব্যাপকহারে বাড়িঘর দোকানপাট ভাঙচুর, লুটপাট, বিরোধীদলের কর্মী নেতাদের উপর আক্রমন, কাৰ্য্যালয় পুড়িয়ে দেওয়া, সংবাদপত্রের অফিস পুড়িয়ে দেওয়া, সাংবাদিক নিগ্রহ এবং সাধারণ জনগণের উপর প্রতিনিয়ত আক্রমন ও হেনস্থা তথা বাইক বাহিনীর দৌরাত্মের প্রতিবাদে এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বলে জানিয়েছেন ত্রিপুরা তৃণমূলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক।
advertisement
তৃণমূলের অভিযোগ পৌর নির্বাচনকে প্রহসনে পরিনত করতে ছাপ্পা ভোট, বুথ দখল, প্রার্থীসহ ভোটারদের ভোট দিতেনা দেওয়া, প্রার্থী ও পোলিং এজেন্টদের উপর ভয়ঙ্কর আক্রমন--এইসব কাজে জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে। এছাড়া দিনদুপুরে প্রকাশ্যে বার বার পূর্ব মহিলা থানা আক্রমনের, সাংবাদিক সহ বিরোধী নেতা কর্মীদের শারীরিক নিগ্রহ করার ঘটনায় উচ্চ আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তির দাবীতে তারা রাজভবন অভিযান করবে। সুবল বাবু জানিয়েছেন, এই রাজ্যে শিল্প কারখানা নেই, রোজগারের সুযোগ নেই, রাজ্যবাসী সরকারি চাকুরির উপর নির্ভরশীল তাই অবিলম্বে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করতে হবে। বিগত চার বছর নিয়োগ প্রায় বন্ধ, বেসরকারি সংস্থাকে কর্মী নিয়োগের বরাত দিয়ে রাজ্যের বেকারদের ভাতে মেরে বাইরের রাজ্যের প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসকে বিকলাঙ্গ করে বাইরের রাজ্যের বেসরকারী সংস্থার মাধ্যমে নিয়োগ নিশ্চয়ই স্বচ্ছতার স্বাক্ষর বহন করে না।
advertisement
advertisement
আবগারি থেকে শুরু করে বিদ্যুত বিভাগ সহ বিভিন্ন ব্যবসায় বাইরের রাজ্যের অধিবাসীদের সুযোগ করে দেওয়া হচ্ছে রাজ্যের লক্ষাধিক বেকার যুবক-যুবতীদের বঞ্চনা করে অথচ রাজ্যের হাজার হাজার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কন্ট্রাক্ট ওয়ার্কের ডিড করা স্বত্বেও আজ পর্যন্ত কেউ সরকারি দফতর থেকে কোনো কাজ পায়নি বলে অভিযোগ করছেন তিনি। অবিলম্বে রাজ্যের বেকারদের জন্য সরকারী চাকুরি বা অন্যভাবে কর্মসংস্থানের ব্যবস্থা অথবা তাদের বেকার ভাতার ব্যবস্থা করতে হবে এবং রাজ্যের বেকার যুবক-যুবতিদের বঞ্চনা করে বাইরের রাজ্যের অধিবাসীদের সুযোগ করে দেওয়া বন্ধ করতে হবে এই দাবীতে রাজভবন অভিযান হবে।
advertisement
সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী REGA মজুরী দ্বিগুণ করতে হবে এবং REGA কাজ ন্যূনতম ২০০ দিনের করতে হবে এই দাবীতে। সমস্ত অনিয়মিত কর্মচারীকে অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে। প্রায় ১৮০০০ অঙ্গনওয়ারী কর্মী ও সহায়কদের এবং পাশাপাশি আশাকর্মীদের ও নিয়মিতকরণ করে বেতন-ভাতা প্রদান করতে হবে এই দাবীও রাখছে তৃণমূল।
advertisement
প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০৩২৩ জন চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সম্মানপূর্বক চাকুরী ফিরিয়ে দিতে হবে বা বিকল্প সরকারী চাকুরী দিতে হবে এবং প্রয়াত শিক্ষক-শিক্ষিকাদের পরিবারে একটি করে সরকারী চাকুরী দিতে হবে এই দাবীতে।রাজ্য বিদ্যুত দফতরের তুঘলকি রাজ বন্ধ করতে হবে এবং বেসরকারীকরণ রোধ করতে হবে। নিয়ম বহির্ভূতভাবে অধিক মাশুল চাপিয়ে অযথা হয়রানি বন্ধ করতে হবে ও বিদ্যুত মাশুল ৫০% কমিয়ে আনতে হবে।
advertisement
সারা রাজ্যে বিশেষ করে গ্রামীন সড়ক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। ধর্মনগর থেকে আগরতলা জাতীয় সড়কের কাজ অবিলম্বে সম্পূর্ণ করতে হবে এবং নিম্নমানের কাজের জন্য দুর্নীতিগ্রস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই দাবীতে। রাজ্যের পরবর্তী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত সুরক্ষিত করতে শিক্ষার  বেসরকারীকরণ বন্ধ করতে হবে। শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য ও দুর্নীতি রোধের জন্য শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবী করছে তৃণমূল। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। বিনা মূল্যে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি থাকলেও বেসরকারী হাসপাতালে রোগী রেফার করে অনৈতিক কাজ চলছে বলে অভিযোগ। এরকমই একাধিক দাবি নিয়ে আজ রাজভবন অভিযান করবে তৃণমূল কংগ্রেস।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Tmc: মোদি ফিরতেই আসরে তৃণমূল, ২০২৩-এর লক্ষ্যে আজ বড় অভিযান ঘাসফুলের!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement