West Bengal Weather Update: ঝড়বৃষ্টি নয়, শীতের মরসুমে এবার বাংলায় নতুন সতর্কতা জারি! কী হতে চলেছে?
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal Weather Update: রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। সপ্তাহান্তে বাড়বে রাতের তাপমাত্রা।
#কলকাতা: রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন কুয়াশার সতর্কতা। সপ্তাহান্তে বাড়বে রাতের তাপমাত্রা। (West Bengal Weather Update)
কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আরও ২৪ ঘন্টা শীতের আমেজ। তারপর থেকেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিনদিনের 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহান্তে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তুলনায় ১ ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রী সেলসিয়াস নিচে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৫ থেকে ৯৯ শতাংশ। বৃষ্টি হয়নি গত ২৪ ঘন্টায়।
advertisement
advertisement
পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর-পশ্চিম ভারতে। রাজস্থানের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের জোগান আরব সাগর থেকে। আগামীকাল আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এর প্রভাবে বৃষ্টি তুষারপাত আবহাওয়ার পরিবর্তন উত্তর-পশ্চিম ভারতে।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী 24 ঘন্টা শীতের আমেজ বজায় থাকবে। তারপর থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে উত্তুরে হাওয়া। এর প্রভাবে তাপমাত্রা বাড়বে আমাদের রাজ্যে।
advertisement
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে উত্তর পশ্চিম ভারতে। জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পাঞ্জাব প্রদেশে। পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি রাজস্থান এবং উত্তরপ্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা।
আগামীকাল ফির পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই পশ্চিমী ঝঞ্ঝা আরো বেশি শক্তিশালী হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে থাকবে রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্তের প্রভাবে রাজস্থান গুজরাট ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক তুষারপাত এর সম্ভাবনা সপ্তাহান্তে। কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা। বৃষ্টি হবে পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের একাংশে।
advertisement
পূর্ব ভারতের বিহারে কোল্ডডে পরিস্থিতি আগামী ২৪ ঘন্টা। ঘন কুয়াশা পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে। আসাম মেঘালয় ঘন কুয়াশা। অতি ঘন কুয়াশা সিকিম ও উত্তরবঙ্গে। বিহার উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গে আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কবার্তা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2022 8:02 AM IST