Bengal BJP: মতুয়া-গড়ে ঠাকুরবাড়িতে শান্তনুর রুদ্ধদ্বার বৈঠক! বিদ্রোহী বিধায়কদের হাজিরা? তাকিয়ে বিজেপি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bengal BJP: সোমবার বিজেপি-র সমস্ত গ্রুপ ছেড়ে বেরিয়ে যান শান্তনু ঠাকুর। সূত্রের খবর, আগামী কর্মসূচি স্থির করতেই মঙ্গলবার সন্ধ্যার এই বৈঠক।
#কলকাতা: মতুয়া বিধায়কদের নিয়ে রণকৌশল-বৈঠকে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর(Bengal BJP)। সোমবার বিজেপি-র সমস্ত গ্রুপ ছেড়ে বেরিয়ে যান শান্তনু ঠাকুর (Santanu Thakur)। সূত্রের খবর, আগামী কর্মসূচি স্থির করতেই মঙ্গলবার সন্ধ্যার এই বৈঠক। শান্তনু ঠাকুরের ডাকা বৈঠকে যোগ দিতে ঠাকুরবাড়িতে পৌঁছন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।
সূত্রের খবর, শান্তনুর ওই বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারী, আশিস বিশ্বাস এবং বঙ্কিম ঘোষের মতো বিজেপি (Bengal BJP) বিধায়কেরা।
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসীম সরকার বলেন "আজকের বৈঠকে সাত বিধায়ক উপস্থিত হতে পারেন।" কী বিষয়ে আলোচনা হবে সে প্রসঙ্গে অবশ্য তিনি জানেন না বলেই মন্তব্য করেন অসীম সরকার। তিনি জানান, শান্তনু ঠাকুর আমন্ত্রণ জানিয়েছেন বৈঠকের জন্য সেই কারণে তিনি এসেছেন। দল ছাড়তে পারেন কিনা সে প্রসঙ্গে তিনি মুখ খুলতে নারাজ।
advertisement
কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এক করে ঠাকুরবাড়িতে আসতে শুরু করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের (Matua Mahasangha) পদাধিকারীরাও। বিজেপির রাজ্য ও জেলা কমিটিতে মতুয়াদের গুরুত্ব দেওয়া হয়নি দাবি অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের র (Matua Mahasangha) সাধারণ সম্পাদক কল্যাণীর বাসিন্দা পংকজ কুমার মণ্ডলের। আজকের বৈঠকের পরে পরবর্তী পদক্ষেপ জানা যাবে বলে জানান তিনি। শান্তনু ঠাকুরের বৈঠকে এদিন পৌঁছন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়াও। তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনও বক্তব্য দেননি।
advertisement
সোমবার বিজেপি-র র (Bengal BJP) গ্রুপ ছাড়ার পর শান্তনু বলেন, “বঙ্গ বিজেপি-র বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকার দরকার নেই। সময় মতো সব জবাব দেব।” সোমবার রাতেই তাঁর সঙ্গে কথা হয় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার। কিন্তু তার ২৪ ঘণ্টার মধ্যে শান্তনুর এই বৈঠক তলব। সে দিকে তাকিয়ে রয়েছে বিজেপি-ও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2022 11:01 PM IST