চাকরি হারানো শিক্ষকদের বিধানসভা অভিযানে পুলিশের মারধর, ঘটনার নিন্দা তৃণমূলের
- Published by:Teesta Barman
Last Updated:
এই শিক্ষকদের পাশে থাকার বার্তা এর আগেও দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সময় দলের একাধিক নেতা গিয়ে দেখা করেছিলেন তাঁদের সঙ্গে৷ এছাড়া বিভিন্ন সময়ে তাদের একাধিক ইস্যুতে সমর্থন জানাতেও দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে৷
#আগরতলা: ১০,৩২৩ জন চাকরি হারানো শিক্ষকের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে পুলিশ অত্যাচার করেছে, এই অভিযোগে সরব ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস।
সোমবার ১০,৩২৩-এর বিধানসভা অভিযানের সময় পুলিশের হাতে আক্রান্ত হওয়ার প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, "১০৩২৩ জন শিক্ষক চাকরি হারিয়েছেন অর্থাৎ বামফ্রন্ট তাঁদের চাকরি দিয়েছিল, অথচ পার্মানেন্ট করতে পারেনি। ঠিক সেইভাবে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তাঁরা ক্ষমতায় এলে এই ১০৩২৩ জনের চাকরি পাকা করবে কিন্তু বিজেপি প্রতিশ্রুতি রাখতে পারেনি, তাঁরা এখন অনাহারে দিন কাটাচ্ছে, বেকারত্বের মধ্যে দিয়ে দিন যাচ্ছে, বহু লোক আত্মহত্যা করেছে, আবার কেউ মারা গিয়েছেন।"
advertisement
advertisement
রাজীবের কথায় জানা আয়, বিধানসভা অভিযানের ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির পুলিশ তাঁদের উপর লাঠি চার্জ করেছে।
রাজীব বলেন, "আজ একটা দুঃখজনক, নক্ক্যারজনক ঘটনা ঘটেছে এই আগরতলার প্রাণ কেন্দ্রে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আজকে যাঁরা আক্রান্ত হয়েছে ও চাকরি হারিয়েছেন তাঁদের পাশে আছি এবং আগামী দিনে তাঁদের পাশে থেকে যতদূর যেতে হয় যাব।"
advertisement
প্রসঙ্গত এই শিক্ষকদের পাশে থাকার বার্তা এর আগেও দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন সময় দলের একাধিক নেতা গিয়ে দেখা করেছিলেন তাঁদের সঙ্গে৷ এছাড়া বিভিন্ন সময়ে তাদের একাধিক ইস্যুতে সমর্থন জানাতেও দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে৷ পুলিশের লাঠিচার্জের ঘটনায় ফের সরব তৃণমূল।
advertisement
এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, "এই সব শিক্ষকদের এমন অবস্থার জন্য দায়ী ছিল বাম সরকার। পরবর্তী সময়ে রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে বিজেপি তাঁদের কাছে টানার চেষ্টা করেছিল। এখন বিজেপি এই সব শিক্ষকদের দিকে ঘুরেও তাকাচ্ছে না। মানুষ তার ন্যায্য অধিকার চাইতে গেলে বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের মারধর করা হচ্ছে। এটাই ডবল ইঞ্জিন সরকারের চেহারা।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 9:32 AM IST