Sonia Gandhi: 'উনি এমন করতে পারলেন?' প্রবল ক্ষুব্ধ সনিয়া, চাপে পড়ে ক্ষমা চাইলেন গেহলট

Last Updated:

গেহলট অবশ্য দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গের কাছে দাবি করেছেন, এই বিদ্রোহ না হলেই ভাল হত৷ তিনি এ সবের কিছুই জানতেন না৷

একদা আস্থাভাজন অশোক গেহলটের উপরে ক্ষুব্ধ সনিয়া গান্ধি৷
একদা আস্থাভাজন অশোক গেহলটের উপরে ক্ষুব্ধ সনিয়া গান্ধি৷
#দিল্লি: রাজস্থানে দলের বিধায়কদের বিদ্রোহের জন্য অশোক গেহলটের উপরে প্রবল ক্ষুব্ধ কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷ সূত্রের খবর, ক্ষুব্ধ সনিয়া গেহলটের নাম না নিয়ে বলে ফেলেন, 'উনি এরকম কী করে করলেন?'
সনিয়া সহ গান্ধি পরিবারের ক্ষোভের আঁচ পেয়েই রাজস্থানে বিদ্রোহের জন্য দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন গেহলট৷ কিন্তু তাঁর উপরে দল এতটাই ক্ষুব্ধ যে গেহলটের কংগ্রেস সভাপতি হওয়ার স্বপ্নও এবার ভেস্তে যেতে পারে৷
রাজস্থান সঙ্কট কাটাতে দুই পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গে এবং অজয় মাকেনকে দায়িত্ব দিয়েছিলেন সনিয়া গান্ধি৷ সূত্রের খবর, রাজস্থান কাণ্ড নিয়ে তাঁরা সনিয়ার কাছে রিপোর্ট দিতে গেলেই গেহলটের উপরে তাঁর ক্ষোভ উগরে দেন কংগ্রেস সভানেত্রী৷
advertisement
advertisement
এমনিতে গেহলট গান্ধি পরিবারের যথেষ্ট আস্থাভাজন ছিলেন৷ সেই গেহলটই যে ক্ষমতা ধরে রাখার লোভে দলকে এমন বি়ড়ম্বনায় ফেলবেন, তা কল্পনাও করতে পারেনিন সনিয়া, রাহুলরা৷ সূত্রের খবর, মাকেন এবং খার্গের সামনে সনিয়া বলে ফেলেন 'উনি (অশোক গেহলট) এরকম কাজ কী করে করলেন?'
advertisement
গেহলট সভাপতি হলে মুখ্যমন্ত্রী পদ ছাড়তে হত তাঁকে৷ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন সচিন পাইলট৷ কিন্তু সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী পদে মানবেন না, এই দাবি তুলে গণ ইস্তফার হুঁশিয়ারি দেন গেহলট অনুগামী আশি জনেরও বেশি বিধায়ক৷ সেরকম হলে রাজস্থানে ক্ষমতা হারাবে কংগ্রেস৷ গেহলট অবশ্য দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খার্গের কাছে দাবি করেছেন, এই বিদ্রোহ না হলেই ভাল হত৷ তিনি এ সবের কিছুই জানতেন না বলে দাবিও করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী৷
advertisement
যদিও গেহলটের এই দাবি মানতে নারাজ কংগ্রেস নেতৃত্ব৷ গেহলটের সম্মতি ছাড়া যে তাঁর অনুগামী বিধায়করা যে দলের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখাবেন না, দলের তরফে তা বুঝিয়েও দেওয়া হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রীকে৷
advertisement
আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের বহু প্রতীক্ষিত সভাপতি নির্বাচন৷ তার জন্য আজই গেহলটের মনোনয়ন দেওয়ার কথা৷ কিন্তু রাজস্থান কাণ্ডের পর সভাপতি পদে গেহলটের বিকল্প মুখ ভাবতে শুরু করেছে গান্ধিরাও৷ এই পরিস্থিতিতে সোমবারই দিল্লি গিয়ে সনিয়া গান্ধির সঙ্গে দেখা করেন মধ্যপ্রদেশের নেতা কমল নাথ৷ ফলে তিনিও নতুন করে সভাপতির দৌড়ে নামলেন কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়ে৷ কমল নাথ অবশ্য দাবি করেছেন, তাঁর সভাপতি হওয়ার কোনও ইচ্ছাই নেই৷ নবরাত্রির শুভেচ্ছা জানাতেই তিনি দিল্লিতে এসেছেন৷ যদিও অন্য একটি সূত্রের খবর, রাজস্থানের সঙ্কট মেটাতে মধ্যস্থতাকারীর কাজ করতে পারেন কমল নাথ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: 'উনি এমন করতে পারলেন?' প্রবল ক্ষুব্ধ সনিয়া, চাপে পড়ে ক্ষমা চাইলেন গেহলট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement