Tripura News: মাথাপিছু ৫ হাজার টাকা! তাতেই মিলেছে আধার কার্ড...ফের গ্রেফতার বাংলাদেশি
- Published by:Satabdi Adhikary
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গত কয়েকদিন ধরে ত্রিপুরা থেকে একের পর এক অবৈধ নাগরিক গ্রেফতারের ঘটনা নিয়ে জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে সীমান্ত এলাকায় বেড়েছে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশের টহলদারি।
ত্রিপুরা: প্রায় প্রতিদিন ত্রিপুরা থেকে একের পর এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হচ্ছে। ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে ফের তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সাদা পোশাকের পুলিশ। সূত্রের খবর, প্রায় ছয় মাস আগে তারা অবৈধভাবে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। রাজনৈতিক কারণে গত কয়েকদিন ধরে উত্তাল পড়শি রাজ্য ত্রিপুরা৷ রাজ্যের শাসক দলের জোট সঙ্গীর আচরণ নিয়ে প্রশ্ন উঠছে৷ বিশেষ করে অনুপ্রবেশ ইস্যুতে তাদের এক বিধায়কের সিভিল সোসাইটি আন্দোলন করেছে। তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন৷
দালালদের সহযোগিতায় প্রথমে বেঙ্গালুরু যায় এবং মাথাপিছু পাঁচ হাজার টাকা করে, অর্থাৎ মোট পনেরো হাজার টাকা দিয়ে সেখানে তিনটি আধার কার্ড তৈরি করে। বেঙ্গালুরুতে কিছুদিন অবস্থানের পর তারা কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন মাস কাটায়। পরবর্তীতে আবার ত্রিপুরায় ফিরে এসে পশ্চিম চন্দ্রপুর এলাকার এক দালাল ইসলাম-এর বাড়িতে আশ্রয় নেয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ইসলাম নামে ওই দালালকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, তিন জন বাংলাদেশি নাগরিক—মোঃ নুর আলম, রায়হান মিয়া এবং মহিউদ্দিন—কে আটক করে ধর্মনগর আরক্ষা দপ্তরে নিয়ে আসে পুলিশ। তিনজনেরই বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।
advertisement
অভিযোগ, দালাল ইসলাম ভারতে প্রবেশ করানোর সময় মাথাপিছু ১২ হাজার টাকা করে নেয়। বর্তমানে গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং সীমান্ত পারাপার চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। বিএসএফের টহলদারি থাকার পরেও সীমান্ত ডিঙিয়ে অবাধে ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে ব্যাঙ্গালোর, জলপাইগুড়ি, কলকাতা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলে যায়।
advertisement
গত কয়েকদিন ধরে ত্রিপুরা থেকে একের পর এক অবৈধ নাগরিক গ্রেফতারের ঘটনা নিয়ে জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে সীমান্ত এলাকায় বেড়েছে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশের টহলদারি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Tripura
First Published :
October 30, 2025 3:13 PM IST

