Tripura News: ধর্মনগর-কৈলাশহর রুটে খুব শীঘ্রই নতুন রেল সংযোগ হতে যাচ্ছে

Last Updated:

স্বচ্ছ সরকার থাকার কারণে রাজ্যে আসছেন বিনিয়োগকারীরা ৷ বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা
আগরতলা: উত্তর জেলার ধর্মনগর থেকে উনকোটি জেলার কৈলাশহরের সঙ্গে সংযুক্তকারী আরও একটি রেলপথ পেতে চলেছে ত্রিপুরা। এর পাশাপাশি আগরতলার গুর্খাবস্তিতে নির্মীয়মান রাজ্যের সবচেয়ে উঁচু ভবনে এক ছাদের নীচে হতে চলেছে সমস্ত দফতরের অধিকর্তার কার্যালয়।  উনকোটি জেলার কৈলাশহরের চণ্ডিপুর ব্লক প্রাঙ্গনে ১৬২ কোটি টাকা ব্যয় বরাদ্দে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মূলত, পরিকাঠামো উন্নয়ন-সহ প্রয়োজনীয় পরিষেবা প্রদানের লক্ষ্যে এদিন একইসঙ্গে এই সকল প্রকল্পের সূচনা করা হয়।
উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ‘‘কৈলাশহরের জনগনের জন্য একটা আনন্দের মুহূর্ত। কিছুদিন আগে বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিলে এলিমকো অক্সিলিয়ারি প্রডাকশন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজন অনুষ্ঠানে আমি গিয়েছি। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম বারের মতো এই সেন্টারে কৃত্রিম অঙ্গ তৈরি করা হবে। আর এসব উপকরণ শুধু ত্রিপুরার জন্য নয়, উত্তর পূর্বের সব জায়গায় সরবরাহ করা হবে। এভাবেই আমাদের ত্রিপুরায় একটার পর একটা উন্নয়নের পালক যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলকে আরও স্বনির্ভর করে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। আর সেদিনই আমি আগরতলায় মহকুমা শাসক কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করি। অথচ বিরোধীরা নাকি আমাদের উন্নয়ন দেখতে পান না।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী বারবার বলছেন উত্তর পূর্বাঞ্চল যদি উন্নত না হয় তবে ভারতও উন্নত হবে না। সেই দিশায় কাজ করছেন তিনি। ২০১৮ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এসে বলে গিয়েছিলেন একবার ভারতীয় জনতা পার্টির সরকার আপনারা এনে দিন, আমি আপনাদের হিরা মডেল দেব। আর সেই কথা রেখে আমাদের হিরা মডেল দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে ত্রিপুরায় জাতীয় সড়ক, দ্রুতগতির ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ের প্রভূত উন্নতি হয়েছে। আগরতলার এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের অন্যতম সুন্দর এয়ারপোর্ট হয়েছে। ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা এয়ারপোর্টের নামকরণ করেছি। রাজ্যের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলে সঙ্গে সঙ্গে তারা অনুমোদন দিয়ে দেন। আমাদের ৬টি জাতীয় সড়কের কাজ প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে। আরও ৪টি জাতীয় সড়কের জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাবল ইঞ্জিন সরকার থাকার কারণেই প্রকৃত উন্নয়ন সম্ভব। উন্নয়নের জন্য শান্তি ও আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: ধর্মনগর-কৈলাশহর রুটে খুব শীঘ্রই নতুন রেল সংযোগ হতে যাচ্ছে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement