Dhrubor Aschorjo Jibon: ক্রাইম আর সায়েন্স ফিকশন, চার প্রবাদপ্রতিম বাঙালি চিত্রশিল্পী; রুপোলি পর্দায় অভূতপূর্ব মায়া বুনে দিল 'ধ্রুবর আশ্চর্য জীবন'
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Dhrubor Aschorjo Jibon Premiere: চিত্রকলার সঙ্গে সিনেমার সম্পর্ক অঙ্গাঙ্গি। অনেক দিন পর বাংলা ছবিতে সে সম্পর্ক ফেরাল ‘ধ্রুবর আশ্চর্য জীবন’।
advertisement
ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী। আর যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট ও কনসেপ্ট কিউব। ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋষভ বসু, বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনবিশ, সেজুতি মুখোপাধ্যায় এবং প্রেরণা দাসের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ধ্রুবর আশ্চর্য জীবন মূলত একটি ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন ধারার চলচ্চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব বুঝতে পারে যে, রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাঁকে একটা অপরাধ করতে হবে। কিন্তু রিমি চায় না যে, ধ্রুব কোনও খারাপ কাজ করুক। ধ্রুবকে যে কোনও একটা রাস্তা বেছে নিতে হবে।
advertisement
এই প্রসঙ্গে পরিচালক অভিজিৎ চৌধুরী জানিয়েছিলেন যে, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে ধ্রুবর জীবনের চারটি সম্ভাবনার চারটি অধ্যায়ের গল্প বলা হয়েছে। আর এই চারটে অধ্যায়ে চার জন কিংবদন্তি বাঙালি শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আর এই শিল্পীরা হলেন যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য , বিনোদবিহারী মুখোপাধ্যায়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement