Dhrubor Aschorjo Jibon: ক্রাইম আর সায়েন্স ফিকশন, চার প্রবাদপ্রতিম বাঙালি চিত্রশিল্পী; রুপোলি পর্দায় অভূতপূর্ব মায়া বুনে দিল 'ধ্রুবর আশ্চর্য জীবন'

Last Updated:
Dhrubor Aschorjo Jibon Premiere: চিত্রকলার সঙ্গে সিনেমার সম্পর্ক অঙ্গাঙ্গি। অনেক দিন পর বাংলা ছবিতে সে সম্পর্ক ফেরাল ‘ধ্রুবর আশ্চর্য জীবন’।
1/23
গত ডিসেম্বরে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির গ্র্যান্ড প্রিমিয়ার।
গত ডিসেম্বরে ৩০-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেঙ্গলি প্যানোরমা বিভাগে শ্রেষ্ঠ ছবি হিসেবে পুরস্কারপ্রাপ্ত ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ সম্প্রতি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির গ্র্যান্ড প্রিমিয়ার।
advertisement
2/23
ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী। আর যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট ও কনসেপ্ট কিউব। ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋষভ বসু, বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনবিশ, সেজুতি মুখোপাধ্যায় এবং প্রেরণা দাসের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ চৌধুরী। আর যৌথ প্রযোজনার দায়িত্বে রয়েছে ফোর্থ ফ্লোর এন্টারটেনমেন্ট ও কনসেপ্ট কিউব। ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঋষভ বসু, বাদশা মৈত্র, কোরক সামন্ত, সুদীপ মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ঋত্বিকা পাল, যুধাজিৎ সরকার, আনন্দরূপা চক্রবর্তী, দীপক হালদার, শান্তনু নাথ, অরুণাভ খাসনবিশ, সেজুতি মুখোপাধ্যায় এবং প্রেরণা দাসের মতো অভিনেতা-অভিনেত্রীদের।
advertisement
3/23
চিত্রকলার সঙ্গে সিনেমার সম্পর্ক অঙ্গাঙ্গি। অনেক দিন পর বাংলা ছবিতে সে সম্পর্ক ফেরাল ‘ধ্রুবর আশ্চর্য জীবন’। পরিচালক অভিজিৎ চৌধুরী গুণী মানুষ।
চিত্রকলার সঙ্গে সিনেমার সম্পর্ক অঙ্গাঙ্গি। অনেক দিন পর বাংলা ছবিতে সে সম্পর্ক ফেরাল ‘ধ্রুবর আশ্চর্য জীবন’। পরিচালক অভিজিৎ চৌধুরী গুণী মানুষ।
advertisement
4/23
চারটি পর্বে ভাগ করা এই ছবি। চারটি আলাদা আলাদা গল্প। কিন্তু ছবির শেষে বোঝা যায় সব ক’টি গল্পই আসলে পরস্পর সংযুক্ত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছিল ছবিটি।
চারটি পর্বে ভাগ করা এই ছবি। চারটি আলাদা আলাদা গল্প। কিন্তু ছবির শেষে বোঝা যায় সব ক’টি গল্পই আসলে পরস্পর সংযুক্ত। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়েছিল ছবিটি।
advertisement
5/23
ছবিতে ঋষভ বসু, ঋত্বিকা পাল, আনন্দরূপা সহ প্রত্যকের অভিনয় রীতিমতো দাগ কাটে। সঙ্গীত, ছবির নির্যাসের সঙ্গে সংগতিপূর্ণ।
ছবিতে ঋষভ বসু, ঋত্বিকা পাল, আনন্দরূপা সহ প্রত্যকের অভিনয় রীতিমতো দাগ কাটে। সঙ্গীত, ছবির নির্যাসের সঙ্গে সংগতিপূর্ণ।
advertisement
6/23
বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে বানানো ছবির ভিড়ে এই ছবি যেন নতুন ভাবনার খোরাক দেয়। এ ছবি, বলে যায় বক্স অফিস সত্য, কিন্তু ধ্রুব সত্য নয়।
বাণিজ্যিক সাফল্যের কথা মাথায় রেখে বানানো ছবির ভিড়ে এই ছবি যেন নতুন ভাবনার খোরাক দেয়। এ ছবি, বলে যায় বক্স অফিস সত্য, কিন্তু ধ্রুব সত্য নয়।
advertisement
7/23
এই ছবিটি দেশ-বিদেশে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে মনোনীত এবং পুরস্কৃত হয়েছে। এর মধ্যে অন্যতম হল – আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
এই ছবিটি দেশ-বিদেশে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে মনোনীত এবং পুরস্কৃত হয়েছে। এর মধ্যে অন্যতম হল – আটলান্টা ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ পরিচালক এবং এনএবিসি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার।
advertisement
8/23
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রলয় সরকার। কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন তিমির বিশ্বাস এবং প্রলয় সরকার। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অর্ণব লাহা। ভিএফএক্স করেছেন শুভায়ন রায়।
এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রলয় সরকার। কণ্ঠশিল্পী হিসেবে রয়েছেন তিমির বিশ্বাস এবং প্রলয় সরকার। সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন অর্ণব লাহা। ভিএফএক্স করেছেন শুভায়ন রায়।
advertisement
9/23
ধ্রুবর আশ্চর্য জীবন মূলত একটি ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন ধারার চলচ্চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব বুঝতে পারে যে, রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাঁকে একটা অপরাধ করতে হবে। কিন্তু রিমি চায় না যে, ধ্রুব কোনও খারাপ কাজ করুক। ধ্রুবকে যে কোনও একটা রাস্তা বেছে নিতে হবে।
ধ্রুবর আশ্চর্য জীবন মূলত একটি ক্রাইম ড্রামা এবং সায়েন্স ফিকশন ধারার চলচ্চিত্র। গল্পের কেন্দ্রীয় চরিত্র ধ্রুব নিজের প্রেমিকা রিমির পরিবারকে রক্ষা করতে গিয়ে এক জটিল মুহূর্তের সম্মুখীন হয়। ধ্রুব বুঝতে পারে যে, রিমিদের জন্য টাকা জোগাড় করতে গেলে তাঁকে একটা অপরাধ করতে হবে। কিন্তু রিমি চায় না যে, ধ্রুব কোনও খারাপ কাজ করুক। ধ্রুবকে যে কোনও একটা রাস্তা বেছে নিতে হবে।
advertisement
10/23
এই প্রসঙ্গে পরিচালক অভিজিৎ চৌধুরী জানিয়েছিলেন যে, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে ধ্রুবর জীবনের চারটি সম্ভাবনার চারটি অধ্যায়ের গল্প বলা হয়েছে। আর এই চারটে অধ্যায়ে চার জন কিংবদন্তি বাঙালি শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আর এই শিল্পীরা হলেন যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য , বিনোদবিহারী মুখোপাধ্যায়।
এই প্রসঙ্গে পরিচালক অভিজিৎ চৌধুরী জানিয়েছিলেন যে, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’ ছবিতে ধ্রুবর জীবনের চারটি সম্ভাবনার চারটি অধ্যায়ের গল্প বলা হয়েছে। আর এই চারটে অধ্যায়ে চার জন কিংবদন্তি বাঙালি শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আর এই শিল্পীরা হলেন যামিনী রায়, গগনেন্দ্রনাথ ঠাকুর, বিকাশ ভট্টাচার্য , বিনোদবিহারী মুখোপাধ্যায়।
advertisement
11/23
অঙ্গনা রায়
অঙ্গনা রায়
advertisement
12/23
সুদেষ্ণা রায়
সুদেষ্ণা রায়
advertisement
13/23
দেবলীনা দত্ত
দেবলীনা দত্ত
advertisement
14/23
সেজুতি মুখোপাধ্যায় এবং আনন্দরূপা চক্রবর্তী
সেজুতি মুখোপাধ্যায় এবং আনন্দরূপা চক্রবর্তী
advertisement
15/23
অনীক দত্ত
অনীক দত্ত
advertisement
advertisement
advertisement