Tripura Municipality Vote| TMC Nomination: ত্রিপুরায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চমক দিতে তৈরি তৃণমূল

Last Updated:

Tripura Municipality Vote| TMC Nomination: সন্ত্রাসের অভিযোগ কুণাল ঘোষের। অভিযোগ অস্বীকার বিজেপির। 

ত্রিপুরায় মনোনয়নের শেষদিনে অপেক্ষা করছে চমক।
ত্রিপুরায় মনোনয়নের শেষদিনে অপেক্ষা করছে চমক।
#কলকাতা: পুরভোটে (Tripura Municipality Vote) সব আসনেই লড়াই করতে তৎপর তৃণমূল কংগ্রেস। চলতি মাসের ২৫ তারিখ পুরভোট ত্রিপুরায়। আগরতলা সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পেশ করতে শুরু করেছেন। বিশেষ করে পাহাড় অঞ্চলে মিছিল করে গিয়েও মনোনয়ন জমা দিয়ে এসেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। তৃণমূল নেতা আশিষলাল সিংহ জানিয়েছেন, সব জল্পনার অবসান !
অবশেষে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থীর মনোনয়ন পত্র (TMC Nomination) দাখিল করা হয়েছে।  সোমবার দুপুর ১২ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে । ওই দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তেলিয়ামুড়া পুর পরিষদের মোট ১৫ টি ওয়ার্ডের প্রার্থী তালিকার মনোনয়ন পত্র জমা দেওয়া হয় তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের কার্যালয়ে মহকুমা শাসক মহম্মদ সাজ্জাদ পি'র হাতে বর্তমান করোনা অতিমারির সমস্ত প্রশাসনিক নির্দেশিকাকে মান্যতা দিয়ে।
advertisement
advertisement
তবে‌  সোমবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের এই মনোনয়ন পত্র (TMC Nomination) জমা দেওয়াকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে সকাল ৯ টা থেকেই তেলিয়ামুড়ার চাকমাঘাট স্থিত মহকুমা শাসকের অফিস কার্যালয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ বিশাল আরক্ষা বাহিনী দিয়ে মোতায়েন করা হয়।‌
advertisement
এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের মনোনয়ন পত্র (TMC Nomination) জমা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়ার তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা আইনজীবী গৌরি শঙ্কর রায়  জানিয়েছেন, সুষ্ঠ ও সম্পন্ন অবাধ নির্বাচনে তেলিয়ামুড়া বাসীর আশীর্বাদ পেলে আসন্ন পুর ভোট নির্বাচনের ফলাফলে ২৮ শে নভেম্বর গণ-দেবতার রায়ে তেলিয়ামুড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিশ্চিত ১০০ শতাংশ জয়ী হবে।
advertisement
এখন মূলত এটাই দেখার বিষয় যে, আসন্ন ২৮  নভেম্বর পুর ভোট (Tripura Municipality Vote) গণনার বাক্সে গণ-দেবতার রায় কোন দিকে যায়। সেটা মূলত সময়ের অপেক্ষা। তবে শুধু গ্রামীণ এলাকা নয়। আগরতলা পুর ভোটেও তৃণমূল প্রার্থী দিচ্ছে। এখানেই সকলের নজর আছে।
advertisement
তৃণমূল নেতা কুণাল ঘোষ অবশ্য অভিযোগ করছেন, দিকে দিকে তাদের দলের কর্মীদের ভয় দেখানো হচ্ছে। লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে। যদি ভোটে লড়তেও ভয় পায় তাহলে তারা কেন তৃণমূলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে৷ বিজেপি শিবির অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা বক্তব্য, বাংলা থেকে উড়ে এসে ত্রিপুরায় রাজনৈতিক লড়াই জেতা যাবে না।।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Municipality Vote| TMC Nomination: ত্রিপুরায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে চমক দিতে তৈরি তৃণমূল
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement