Kalyan Banerjee mocks Rajib Banerjee: রাজীব দলে ফেরায় ক্ষুব্ধ কল্যাণ? গানে গানেই বুঝিয়ে দিলেন অনেক কিছু
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত রবিবারই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়৷ আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে ফেরেন তিনি (Kalyan Banerjee mocks Rajib Banerjee)৷
#শ্রীরামপুর: বিধানসভা নির্বাচনের আগে চ্যালেঞ্জ করেছিলেন, রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee) ডোমজুড় থেকে জিততে দেবেন না৷ শেষ পর্যন্ত নিজের পুরোন কেন্দ্র ডোমজুড়ে হারের মুখ দেখেছিলেন বিজেপি প্রার্থী রাজীব৷ সেই সময় হাসি চওড়া হয়েছিল শ্রীরামপুরের তৃণমূল সাংসদের (Kalyan Banerjee mocks Rajib Banerjee)৷
গত রবিবারই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee in TMC)৷ আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তৃণমূলে ফেরেন তিনি৷ আর তিনি ফিরতেই ফের ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ (Kalyan Banerjee mocks Rajib Banerjee)৷ এ দিন শ্রীরামপুরে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে রীতিমতো গান গেয়ে নাম না করে রাজীবকে বার বার দল বদলের জন্য বিঁধলেন কল্যাণ৷ রাজীবের দলে ফেরাকে যে তিনি ভাল ভাবে নেননি, এ পরোক্ষে তাও বুঝিয়ে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ৷
advertisement
advertisement
এর আগেও একাধিকবার গান গাইতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷ এ দিন শ্রীরামপুরে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মঞ্চে উঠেও মাইক্রোফোন হাতে গান ধরেন কল্যাণ৷ 'গঙ্গা আমার মা, পদ্মা আমার মা'...গান ধরে রাজীবকে বেঁধেন কল্যাণ৷ গানের মাঝেই ব্যঙ্গের সুরে তিনি বলেন, 'আমি তৃণমূলেও আছি, বিজেপি-তেও নাচি৷' কখনও আবার গানের মাঝে বলে ওঠেন, 'দৌড়ে চলে যাবো মা বলে, আবার চলে যাবো মোদির কাছে৷' সাংসদের প্যারোডি গানে তখন মঞ্চে উপস্থিত বাকিদের ও দর্শকাসনে হাসির রোল উঠেছে৷ সাংসদ কাকে নিশানা করছেন, তাও বুঝতে অসুবিধা হয়নি কারও৷ গানের শেষ দিকেও ফের একবার রাজীবকে কটাক্ষ করেন কল্যাণ৷
advertisement
তবে মঞ্চ থেকে নেমে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিশেষ কিছু বলতে চাননি তৃণমূল সাংসদ৷ তিনি শুধু বলেন, 'যা বলেছিলাম সবকিছু ভুলে গিয়েছি৷ কিন্তু আরও অনেকেই ফিরব৷ তাঁদেরকেও বলব, তোমাদের যা যা বলেছি, ভাই ওসব মনে রেখে রাগ করে থেকো না৷'
advertisement
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে ডোমজুড় কেন্দ্রটি৷ সেই কারণেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেখানোর চ্যালেঞ্জ আরও বেশি করে নিয়েছিলেন কল্যাণ৷ নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারীকেও নিয়মিত আক্রমণ করতেন তিনি৷
Rana Karmakar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 02, 2021 11:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kalyan Banerjee mocks Rajib Banerjee: রাজীব দলে ফেরায় ক্ষুব্ধ কল্যাণ? গানে গানেই বুঝিয়ে দিলেন অনেক কিছু