Rajib Banerjee to rejoin TMC| সব জল্পনার অবসান, ফের তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায়, যোগদানের কাউন্টডাউন শুরু

Last Updated:

Rajib Banerjee to rejoin TMC| সূত্রের খবর, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেওয়ার আগে মাতাবাড়ি মন্দিরে পুজো দেবেন রাজীব।

চোখের জলে তৃণমূল ছেড়েছিলেন। আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফেরার দিন।
চোখের জলে তৃণমূল ছেড়েছিলেন। আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে ফেরার দিন।
#আগরতলা: শুভক্ষণ মিলিয়ে যোগদান। ঘড়ির কাঁটায় দুপুর একটা বাজতেই মধুরেণ সমাপয়েৎ। ভোটের আগে চোখের জলে তৃণমূল ছেড়েছিলেন, আজ সেই তৃণমূলেই আবার ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee to rejoin TMC)। সূত্রের খবর, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নেওয়ার আগে মাতাবাড়ি মন্দিরে পুজো দেবেন রাজীব।
ভোটের পরে বহু ছোটবড় নেতাই ঘরে ফিরেছেন, কিন্তু ভোটে হারলেও রাজীবের জনপ্রিয়তা আজও প্রশ্নাতীত। তাঁর ঘরওয়াপাসি তৃণমূলে অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু রাজ্যে যিনি এত জনপ্রিয় তাঁকে ত্রিপুরায় যোগ দেওয়ানোর পরিকল্পনা কেন! সূত্রের খবর, দলের অন্দরেই রাজীব বিরোধী হাওয়া এখনও রয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে এনেই দল ছেড়েছিলেন তিনি। পশ্চিমবঙ্গে তাঁকে পরিবর্তিত পরিস্থিতিতে কাজ করালেও সরব হতে পারে। সেই কারণেই বুঝেশুনে সিদ্ধান্ত।
advertisement
এখানেই শেষ নয়। ব্য়খ্যা আরও রয়েছে। চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে বিজেপি রাজীবকে দলে টেনেছিল। তৃণমূল ছিল তখন দ্রষ্টার ভূমিকায়। গঙ্গা দিয়ে অনেক জল বয়েছে তারপর। হ্যাট্রিক করেছেন তৃণমূল নেত্রী। সামান্য জয় নয়, সর্বকালের রেকর্ড স্থাপন করে ক্ষমতায় এসেছেন মমতা। এখন এই সুদিনে বিজেপি শাসিত রাজ্যে রাজীবকে দলে নিয়ে টিট ফর ট্যাট-রাজনীতি করতে চাইছে তৃণমূল।
advertisement
advertisement
সূত্রের খবর আগামী এক বছর মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যে কাজ করবেন রাজীব। অর্থাৎ সর্বভারতীয় স্তরে সম্প্রসারণের যে স্বপ্ন তৃণমূল কংগ্রেস দেখছে, তাতেই রাজীবকে কাজে লাগানোর কথা ভাবছে দল। তাতে গোষ্ঠী দ্বন্দ্ব এড়ানো তো যাবেই, পাশাপাশি দক্ষ সাংগঠনিক নেতা রাজীবের উপস্থিতি উত্তর পূর্বে পায়ের তলায় মাটিও শক্ত করবে। কারণ ত্রিপুরাকে হাতের তালুর মতো চেনেন রাজীব বন্দ্য়োপাধ্যায়। তৃণমূলের আর কোনও নেতার ত্রিপুরার সঙ্গে এত দৃঢ় এবং পুরনো যোগ নেই।
advertisement
বিস্তারিত আসছে...
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajib Banerjee to rejoin TMC| সব জল্পনার অবসান, ফের তৃণমূলে রাজীব বন্দ্যোপাধ্যায়, যোগদানের কাউন্টডাউন শুরু
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement