Bangladeshis banned in Tripura hotels: বাংলাদেশিদের আর খাতির নয়, মিলবে না হোটেলের ঘর- খাবার! বড় সিদ্ধান্ত ত্রিপুরায়

Last Updated:

আগরতলার একটি বেসরকারি হাসাপাতাল কর্তৃপক্ষও ঘোষণা করেছিল, তারা বাংলাদেশি কোনও রোগীর চিকিৎসা করবে না৷

বাংলাদেশিদের নিয়ে ত্রিপুরায় বড় সিদ্ধান্ত৷ ছবি- শাটারস্টক
বাংলাদেশিদের নিয়ে ত্রিপুরায় বড় সিদ্ধান্ত৷ ছবি- শাটারস্টক
আগরতলা: ত্রিপুরার কোনও হোটেলেই আপাতত বাংলাদেশিদের ঘর ভাড়া দেওয়া হবে না৷ রেস্তোরাঁতেও খাবার পাবেন না বাংলাদেশের নাগরিকরা৷ বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার হোটেল এবং রেস্তোরাঁ মালিকদের সংগঠন৷
সোমবার নিজেদের মধ্যে একটি বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছে অল ত্রিপুরা হোটেলস অ্যান্ড রেস্টোরেন্টস ওনার্স অ্যাসোসিয়েশন৷ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ এবং আমরা সব ধর্মকেই সম্মান করি৷ কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কিছু কট্টরপন্থী ভারতের জাতীয় পতাকার অবমাননার পাশাপাশি সংখ্যালঘুদের উপরে অত্যাচার শুরু করেছে৷ অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু বর্তমানে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে৷’
advertisement
advertisement
ওই বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক৷ যে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন কারণে ত্রিপুরায় আসেন, তাঁদের আমরা অতিথি হিসেবেই গণ্য করি৷ কিন্তু বাংলাদেশের কিছু মানুষ সেদেশের সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন চালাচ্ছেন, তা নিন্দনীয়৷’
advertisement
এর আগে আগরতলার একটি বেসরকারি হাসাপাতাল কর্তৃপক্ষও ঘোষণা করেছিল, তারা বাংলাদেশি কোনও রোগীর চিকিৎসা করবে না৷ গতকালই আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বাইরে বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়৷ হাই কমিশনের ভিতরে ঢুকে পড়েন কিছু বিক্ষোভকারী৷ এই ঘটনার প্রতিবাদ জানাতে আজ ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকা৷ আগরতলার ভিসা অফিসের কাজও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladeshis banned in Tripura hotels: বাংলাদেশিদের আর খাতির নয়, মিলবে না হোটেলের ঘর- খাবার! বড় সিদ্ধান্ত ত্রিপুরায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement