হোম /খবর /দেশ /
ভোটজ্বরে কাঁপছে উত্তর-পূর্ব, আগামী ১১ ও ১৩ ফ্রেব্রুয়ারি নির্বাচনী প্রচারে মোদি

Tripura Election: ভোটজ্বরে কাঁপছে উত্তর-পূর্ব, আগামী ১১ এবং ১৩ ফ্রেব্রুয়ারি ফের ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মোদি

এদিনের এই কর্মসূচিতে মানিক সাহার সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্য নেতৃবৃন্দ। প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, সারা ত্রিপুরা জুড়েই ঘুরতে হচ্ছে। এর পাশাপাশি যখনই সময় পাচ্ছেন তখন তিনি নিজের এলাকার সাধারণ মানুষদের সময় দিচ্ছেন।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: বিধানসভা ভোটের প্রচারে আগামী ১১ এবং ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক জায়গায় জনসভা করার কথা তাঁর। বুধবার এই কথা জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।

নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচি করে চলেছেন। প্রতিদিন সকাল বিকাল দু'বেলা নিয়ম করে এই কর্মসূচি করছেন। বৃহস্পতিবার টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কের চৌমুহনি এলাকা থেকে শুরু করে আশপাশ এলাকার প্রতিটি বাড়িতে যান তিনি নবীন থেকে শুরু করে প্রবীণ ভোটার সকলের সঙ্গেই কথা বলেন তিনি।

আরও পড়ুন: মোদির ভাষণ অন্তঃসারশূন্য, নেই কোনও প্রশ্নের জবাব! দাবি বিরোধীদের

তাঁদের সুবিধা ও অসুবিধার কথা জানার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দা হিসেবে বিধায়কের কাছে কী কী প্রত্যাশা হয়েছে তা-ও জানার চেষ্টা করেন। পাশাপাশি, বর্তমান সরকার সাধারণ মানুষের জন্য কী কী উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছে তার বিস্তারিত হিসাব সম্বলিত কাগজ ভোটারদের হাতে তুলে দেন।

এদিনের এই কর্মসূচিতে মানিক সাহার সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্য নেতৃবৃন্দ। প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, সারা ত্রিপুরা জুড়েই ঘুরতে হচ্ছে। এর পাশাপাশি যখনই সময় পাচ্ছেন তখন তিনি নিজের এলাকার সাধারণ মানুষদের সময় দিচ্ছেন। তাঁর দাবি, শুধুমাত্র নিজের বিধানসভা এলাকায় নয়, যেখানেই তিনি যাচ্ছেন সেখানেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃত্ব যখনই যেখানে তারা যাচ্ছেন মানুষ ছুটে চলে আসছেন তারা কী বলছেন, তা শোনার জন্য।

আরও পড়ুন: আচমকা ধুপ করে শব্দ কলেজের মাঠে, এগোতেই ভয়ঙ্কর দৃশ্য! মারাত্মক কাণ্ড ধূপগুড়িতে

মানিক জানান, উন্নয়নই বিজেপির প্রধান লক্ষ্য। তাই আগামী দিনে উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন তিনি-সহ অন্য বিজেপি নেতৃবৃন্দ। এদিন মানিক জানান, ১১ এবং ১৩ ফেব্রুয়ারি পরপর দুদিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন বলেও জানিয়েছেন মানিক।

Published by:Satabdi Adhikary
First published: