Tripura Election 2023: 'সিপিআইএম, কংগ্রেস তো নেই-ই, আমার লড়াই বিজেপি-র সঙ্গে': প্রদ্যোত মানিক্য দেববর্মণ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ত্রিপুরা রাজপরিবারের বংশধর প্রদ্যোত বিক্রম কিশোর মানিক্য দেববর্মণ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যোত ২০২১ সালের গোড়ায় জনজাতি সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার দাবিতে তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স বা তিপ্রা মথা দল গড়েছিলেন
বিশ্ব মজুমদার, ত্রিপুরা: মহারাজ... পরনে সাদা পাঞ্জাবি, রাজস্থানী কাজের উত্তরীয়, চোখে কালো রোদ-চশমা! ত্রিপুরার রাজপ্রাসাদের ঘেরাটোপ থেকে যিনি অবলীলায় মিশে গিয়েছেন জনতার মিছিলে! ত্রিপুরা রাজপরিবারের বংশধর প্রদ্যোত বিক্রম কিশোর মানিক্য দেববর্মণ। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রদ্যোত ২০২১ সালের গোড়ায় জনজাতি সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার দাবিতে তিপ্রা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স বা তিপ্রা মথা দল গড়েছিলেন। দলের জনভিত্তির প্রথম প্রমাণ পাওয়া যায় ২০২১ সালের এপ্রিলে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিসট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনে। বিভিন্ন আদিবাসী বা জনজাতি সম্প্রদায়ের মানুষদের নিয়ে তৈরি তিপ্রা মথা এডিসির ১৮টি আসনে জয়লাভ করে। সামনেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন আর এই ভোটে 'একতা'-র ডাক দিয়েছেন মহারাজ!
রক্তে তাঁর রাজনীতি! প্রদ্যোতের বাবা মহারাজ কিরীট বিক্রম এবং মা বিভু কুমারী দেবী দু'জনেই কংগ্রেস রাজনীতি করেছেন। ১৯৬৭ সালে মহারাজা কিরীট বিক্রম লোকসভা নির্বাচনে হারিয়েছিলেন বামপন্থী নেতা দশরথ দেবকে। এর পর '৭৭ ও '৮৯ সালেও কিরীট বিক্রম লোকসভা ভোটে জয়ী হন। প্রদ্যোতের মা মহারানি বিভু কুমারী দেবী ১৯৮৩ এবং '৮৮-র বিধানসভা নির্বাচনে যথাক্রমে মাতাবাড়ি ও আগরতলা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হন। আগরতলায় তিনি সিপিআইএম-এর মানিক সরকারের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন মাত্র ৮১ ভোটের ব্যবধানে। যদিও প্রদ্যোত নিজেকে রাজনীতিক বলতে রাজি নন, তাঁর কথায়, '' আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। ত্রিপুরাবাসীদের জীবন উন্নত করাই আমার লক্ষ্য। নিজের কোনও স্বার্থ চরিতার্থ করতে ভোটযুদ্ধে নামিনি। আমি পলিটিশিয়ান নই বলেই এত মানুষের সমর্থন পেয়েছি। আজকাল রাজনীতিকদের আর কেউ বিশ্বাস করে না!''
advertisement
এবারের ভোটের মন্ত্র তো 'থানসা', একতা
advertisement
ত্রিপুরায় নানা সম্প্রদায়ের মানুষ রয়েছেন... বাঙালি, মুসলিম, মণিপুরি, চা-বাগানের শ্রমিক! আমাদের কারও প্রতি কোনও আক্রোশ নেই। আমি সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই স্বায়ত্তশাসিত এলাকায় যে মানুষেরা আছেন, তাঁরা সাংবিধানিক সমাধান পাক।
কংগ্রেস, সিপিআইএম না বিজেপি? প্রধান প্রতিদ্বন্দী কে?
advertisement
কংগ্রেস আর সিপিআইএম তো ময়দানে নেই-ই বললেই চলে! প্রধান লড়াই বিজেপি-র সঙ্গে!
নির্বাচনের আগে বাঙালিদের জন্য কী বার্তা দেবেন ?
ছোটবেলায় আমার পড়াশোনা কলকাতায়। আমি বাঙালিদের খুব ভালবাসি। আমি এইটুকু আশ্বাস দিতে চাই, কোনও বাঙালিকে আর কখনও তাঁদের জমি, বাড়ি ছাড়ার কথা বলা হবে না।
একটি এক টাকার নোট এবং একটি ভোট... ২০০৪ সালে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটে এই স্লোগান তুলে প্রচারে নেমেছিলেন প্রয়াত কংগ্রেস নেতা ওয়াইএস রাজশেখর রেড্ডি। এবার ত্রিপুরার ভোটে সেই 'ক্রাউড ফান্ডিং’'কেই আপনি হাতিয়ার করলেন...
advertisement
ওয়াইএস রাজশেখর রেড্ডি-র কাছে টাকার কোনও অভাব ছিল না। বাবা মুখ্যমন্ত্রী ছিলেন। আমার বাবা নেই ১৫-১৬ বছর। আমরা কোনও ন্যাশনাল পার্টির সঙ্গে জোট বাঁধিনি। তাই ফান্ডের সমস্যা ছিল। আমরা যা সমর্থন পেয়েছি, এককথায় অনবদ্য! কেউ ১০ টাকা দিয়েছেন, কেউ বা ২০, কেউ ৫০০, কেউ ১০০০! আমি একটা জিনিস বুঝতে পেরেছি, এমন বহু মানুষ আছেন, যাঁরা এই দলের পাশে আছেন, দলের-ই অবিচ্ছেদ্য অংশ।
advertisement
'কিং' কি তবে এবার 'কিং মেকার'?
না না! 'কিং' ঈশ্বর তৈরি করেন। আমরা সাধারণ মানুষ। আমি লড়ছি সাধারণ মানুষের অধিকারের জন্য।
সিপিআইএম, বিজেপি, কংগ্রেস... সবাই আপনার সঙ্গে জোট করতে চেয়েছিল...
জোট হবে না, যতক্ষণ না পর্যন্ত লিখিত আশ্বাস পাচ্ছি
কী আশ্বাস?
বৃহত্তর ত্রিপুরার দাবি... এর সাংবিধানিক সমাধান হবে। মুখের কথায় হবে না, লিখিত চাই। স্বচ্ছ হতে হবে, যাতে আমরা জনতাকে দেখাতে পারি। যদি জনতা মেনে নেয়, তাহলে ভাল! যদি না মানে, তাহলে আমরা তাদের সঙ্গে কোনও 'জুমলা' করব না! ওরা খুব সরল মানুষ।
advertisement
সাক্ষাৎকার: বিশ্ব মজুমদার, এডিটর ইস্ট, নেটওয়ার্ক ১৮
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2023 9:35 PM IST