Tripura News: জাতি-জনজাতির মধ্যে বিভেদ নয়, পড়শি রাজ্য থেকে সাবধানী ত্রিপুরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
বামেদের চড়া সুরে আক্রমণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার ৷
আগরতলা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘‘আগে কমিউনিস্টদের সময়ে একটা অরাজক পরিস্থিতি ছিল রাজ্যে। সমস্ত কলেজ, ক্লাব, পাড়ায় পাড়ায় যে উশৃঙ্খল পরিবেশ ছিল সেটা ভুলে গেলে চলবে না। আমরা দেখতাম নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সময়ে সন্ত্রাস। বিভিন্ন বিধানসভা কেন্দ্র একটা ভয়াবহ পরিস্থিতি ছিল। নির্বাচনের পরে গোটা রাজ্যে ফায়ার সার্ভিসের ইঞ্জিনের আওয়াজ আমরা শুনতে পেতাম। আর এখন রাজ্যে একটা সুস্থির পরিবেশ ও শান্তির পরিবেশ এসেছে। আমি মন্ত্রী থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং পার্টির সকলকে বলি যে এতদিন ধরে আমরা যে সংস্কৃতি দেখে এসেছি সেটা যাতে ফিরে না আসে। আমরা মানুষের অধিকারের জন্য কাজ করবো। প্রধানমন্ত্রী মোদি আমাদের যে শিখিয়েছেন সেভাবেই আমরা কাজ করছি।’’
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে স্বাস্থ্য, কৃষি, পর্যটন, ক্রীড়া সহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে ত্রিপুরা। আমরা চাই ত্রিপুরায় একটা সুস্থ পরিবেশ তৈরি করতে। ২০১৪-তে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এই সুযোগ তৈরি হয়েছে। এর আগে এমন পরিবেশ তৈরি হয়েছিল যে দেশ টিকবে কি টিকবে না সেটা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। আমাদের সৈনিকদের গলা কেটে ফেলে দিয়ে যেত পাকিস্তানের হার্মাদ বাহিনী। পরবর্তীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঘরে ঢুকে যেই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এর পর থেকে আর শব্দ নেই।’’
advertisement
advertisement
ডাঃ সাহা এদিন আরও বলেন, ‘‘প্রতিটি রাজ্য উন্নত হলে দেশও উন্নত হবে। ত্রিপুরাতে বিরোধীরা প্রায় বলে এখানে আইন শৃঙ্খলার অবনতির কথা। তাই আমি তথ্য দিয়ে বলি যে দেশের ২৮টি রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা ব্যবস্থায় নিচের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। তাহলে কোথায় আইন শৃঙ্খলার সমস্যা? আমরা দেখেছি আমাদের জাতি জনজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চক্রান্ত করা হয়েছে। যেমন গন্ডাতুইসার ঘটনা। আমি নিজে সেখানে গিয়েছি এবং তিনদিনের মধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। একইভাবে কুর্তি কদমতলাতেও এমন ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছিল।’’
advertisement
ডাঃ সাহা বলেন, ‘‘মা বোনেদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন কিভাবে আরও করা যায় সেই ভাবনা নিয়ে কাজ করছে সরকার। মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ধাঁচে ত্রিপুরাতে একমাত্র রাজ্য হিসেবে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করা হয়। কিছুদিন আগে জেআরবিটির মাধ্যমে চাকরি প্রদানের ব্যবস্থা হয়েছে। এরআগে গ্রুপ সি পদে চাকরি দেওয়া হয়েছে। স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে এসব চাকরি দেওয়া হয়েছে। অথচ আগে চাকরি দেওয়ার সঙ্গে সঙ্গে আদালতে মামলা হত। ২০১৮ থেকে এখন পর্যন্ত প্রায় ১৬ হাজারের অধিক সরকারি চাকরি প্রদান করা হয়েছে। এর পাশাপাশি যুবদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যেও কাজ করছে সরকার।’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala (incl. Jogendranagar, Pratapgarh, Badharghat),West Tripura,Tripura
First Published :
February 14, 2025 10:38 AM IST