Tripura CM Manik Saha : ত্রিপুরায় কয়েক দশকের নিপীড়নমূলক শাসনের অভিযোগে কংগ্রেস, সিপিএমের নিন্দা মুখ্যমন্ত্রীর

Last Updated:

Tripura CM Manik Saha : সভায় প্রধান বক্তার বক্তব্যে বিভিন্ন ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধেও সোচ্চার হন। বিশেষ করে রাজ্য রাজনীতির কিছু নেতার দলবদল ইস্যুতে কথা বলেন তিনি।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা: বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলার নেতাজি স্কুলে আয়োজিত যোগদান সভা। আর সেখানেই কার্যকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। তিনি বলেন, ‘‘সমাজের জন্য কাজ করতে হলে রাজনীতির প্রয়োজন হয় না। মানুষের সুখে দুঃখে, আপদে বিপদে পাশে থাকাই আসল সামাজিক কাজ। এতে মানুষের সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক গড়ে উঠে। আর এই কাজটুকু করতে হবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মনেপ্রাণে এটাই চাইছেন। ভাল কাজ করলে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে মানুষ। রাজনীতির উর্ধ্বে উঠে মানুষের স্বার্থে কাজ করাটাই আসল।’’
সভায় প্রধান বক্তার বক্তব্যে বিভিন্ন ইস্যুতে কথা বলেন মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধেও সোচ্চার হন। বিশেষ করে রাজ্য রাজনীতির কিছু নেতার দলবদল ইস্যুতে তিনি বলেন, ‘‘এদের বৈশিষ্ট্য অনেকটাই আরশোলার জীবনচক্রের মতো। আজ কংগ্রেস, কাল বিজেপি, পরের দিন তৃণমূল, এরপর আবার কংগ্রেস। এদের জীবনচক্র এভাবেই চলবে। আগামী দিনে কী হবে, কেউ জানে না। এধরনের লোককে মানুষ বিশ্বাস করেছিল। তাঁদের কাছে টিকিট পাওয়াটাই আসল। টিকিট পেয়ে গেলে মানুষ এমনিতেই আসবে। এটাই তাঁদের ধারণা।’’
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের আসল শত্রু মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। সন্ত্রাস, খুন, ধর্ষণ, টুটি টিপে ধরা, বদলি করা, এটাই ছিল তাদের ৩৫ বছরের শাসন কালে রুটিন। আন্দোলনের নামে গণতন্ত্রকে ব্যবহার করে উশৃঙ্খলতা কিছুতেই বরদাস্ত করা হবে না। সতর্ক থাকতে হবে ৩৫ বছরের সিপিএম-এর সংস্কৃতি যাতে ভারতীয় জনতা পার্টিতে প্রবেশ না করে। পূর্বতন সরকার ১৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা বর্তমান সরকারের মাথার উপর রেখে গিয়েছে। তারা আবার দাবি করে এক বছরের মধ্যে সমস্ত কিছু করে নেওয়ার। যেটা কোনওভাবে সম্ভব নয়। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে কাজ করে যাচ্ছে সরকার। এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক মণ্ডল শ্রেষ্ঠ মণ্ডল গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।’’ সম্পর্কের সঙ্গে সমর্থন এই নীতিতে কাজ করতে দলীয় কার্যকর্তাদের আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
advertisement
যোগদান সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে মণ্ডল নেতৃত্ব ও কার্যকর্তাদের বিশেষ ভূমিকা নিতে হবে। শুধু গ্রামীণ এলাকা নয়, এবার শহরের বুকেও বড় ধরনের ভাঙন ধরাল ভারতীয় জনতা পার্টি। এই সভায় ১৩০৯ জন ভোটারের যোগদান তারই প্রমাণ তুলে ধরে। আগামী দিনে এই ঢেউ রাজ্যের বিভিন্ন জায়গায় সুনামির মতো আছড়ে পড়বে। এতে শঙ্কিত হয়ে পড়েছে বিরোধী দলগুলি। ফলের আশা না করে কাজ করতে বিশ্বাসী বিজেপি দল।
advertisement
তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার শাসন করছে। এতে সবদিক দিয়ে লাভবান হচ্ছেন রাজ্যের আমজনতা। সম্প্রতি পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংস ঘটনা পরিলক্ষিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা ত্রিপুরায় এসে গণতন্ত্র কাকে বলে দেখে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূলের পতাকা ছাড়া আর অন্য কোনও দলের পতাকা তুলেতে দেওয়া হয় না। এই রাজ্যে সেটা হয় না। গত বিধানসভা নির্বাচন তারই প্রমাণ। গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হয়েছে। বিধানসভায় না পেরে কুচক্রীরা সক্রিয় হয়ে ওঠে। কিন্তু তাদের উদ্দেশ্য সফল হতে দেয়নি সরকার। নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি। এই পার্টি সবসময় স্বচ্ছ রাজনীতি করতে চায়।
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিধানসভায় বিনা পয়সায় র‍্যাম্প ওয়াক দেখেছে রাজ্যের মানুষ। অপর এক বিধায়ক কলের জল এনে গঙ্গা জল বলে বিধানসভায় ছিটিয়ে দিন। এর আগেও সেই বিধায়ক মানদণ্ড নিয়ে পালিয়ে গিয়েছিলেন। এটাই তাদের সংস্কৃতি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনীতির সংজ্ঞাই পাল্টে দিয়েছেন। সিপিএমের সংস্কৃতি যাতে বিজেপিতে প্রবেশ না করে সে নিয়ে সতর্ক থাকতে হবে।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura CM Manik Saha : ত্রিপুরায় কয়েক দশকের নিপীড়নমূলক শাসনের অভিযোগে কংগ্রেস, সিপিএমের নিন্দা মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement