Manik Saha || করোনাভাইরাস আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ট্যুইটে জানালেন নিজেই

Last Updated:

Manik Saha || যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি৷

#আগরতলা: কোভিড আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ নিজেই ট্যুইট করে এইখবর জানিয়েছেন। শারীরিক দিক থেকে তিনি সুস্থই আছেন৷ তবে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি৷ সম্প্রতি তিনি বিভিন্ন পার্টি ও অফিশিয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সম্প্রতি তিনি আইজিএম হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট উদ্বোধন করেন। সে সময় আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার ব্যবহার-সহ উপযুক্ত সুরক্ষাবিধি বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।
সম্প্রতি নতুন করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা সরকার ১২ জুলাই থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। ইতিবাচকতার হার ০.৯৩ শতাংশ থেকে বেড়ে ১০.৮৬ শতাংশ হয়েছে৷
advertisement
advertisement
'দেশের করোনাভাইরাস ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,শুক্রবার ২১,৮৮০ জন নতুন আক্রান্ত হয়েছেন৷ এ পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ১,৪৯,৪৮২। নতুন করে মৃত্য হয়েছে ৬০ জনের৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manik Saha || করোনাভাইরাস আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ট্যুইটে জানালেন নিজেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement