Bikash Ranjan Bhattacharya Vs Mamata Banerjee: '১৫ দিনে প্রমাণ করতে না পারলে...', মুখ্যমন্ত্রীর 'ফাইলটা দেখাব?' কটাক্ষে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন বিকাশরঞ্জন ভট্টাচার্য
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bikash Ranjan Bhattacharya Vs Mamata Banerjee: বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন, 'তদন্ত কমিটি গঠন করে অভিযোগ প্রমাণ করুন, মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে দেখা করব।' শহিদ সমাবেশের মঞ্চে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দেন মমতা।
প্রবীণ সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, "যে কথার কোনও সততা নেই, তা নিয়ে মানহানির মামলা করার কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পাগল হয়ে গিয়েছেন, সেই জন্য আজেবাজে মন্তব্য করছেন তিনি।" এদিন নয়াদিল্লিতে আইনজীবী সাংসদ বিকাশ ভট্টাচার্য বলেন, "টাকা দিয়ে চাকরি নিয়েছেন, এবার চাকরি চলে গিয়েছে এবং টাকাও ফেরৎ দিতে হবে।" বিকাশ ভট্টাচার্যের কথায়, এবার টাকার জন্য তাঁরা কী করবেন তা ভেবেই ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর দাবি এবং মন্তব্য খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠনেরও দাবি করেন তিনি (Bikash Ranjan Bhattacharya Vs Mamata Banerjee)।
advertisement
advertisement
ধর্মতলায় শহিদ সমাবেশে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমাকে অনেকেই বলেছেন, সিপিএমের আমলে এক একটা চাকরি দশ লাখ, পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে৷ শিক্ষক নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে, নাহলে আমাদেরও ১৭ হাজার পদ তৈরি রয়েছে৷" এ দিন শিক্ষক নিয়োগ সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের চাকরির নিয়োগ দুর্নীতির অভিযোগের জবাব দিতে গিয়ে বিজেপি-র পাশাপাশি সিপিএম সহ পূর্বতন বাম সরকারকেও সমান ভাবে নিশানা করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
জবাবে তৃণমূলনেত্রীকে রীতিমত চ্যালেঞ্জ করেন বিকাশ ভট্টাচার্য। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী ১৫ দিনের মধ্যে প্রমাণ করতে না পারলে পাগলা গারদে যান।" গণশক্তির সাংবাদিকদের স্ত্রী দের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী। তার জবাবে বিকাশ ভট্টাচার্য বলেন, তিনি রহস্য উদঘাটন করুন। তাঁর আমলেই ১৫ লক্ষ ২০ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে। এটাকে বলে ফ্রয়েডিয়ান আইন। তিনি স্পষ্ট বলেন, যে গরীব মানুষদের থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে, সেই টাকা কীভাবে আদায় করতে হয় সে রাস্তা জানা আছে (Bikash Ranjan Bhattacharya Vs Mamata Banerjee)।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2022 11:35 AM IST