TMC 21st July | Shahid Diwas: অনলাইনেও 'মিলিয়ন ভিউজ'! শহিদ দিবসে বিপুল, বিশাল জনসমাগমে অভিভূত তৃণমূল কংগ্রেস

Last Updated:
সভায় ভিড় যেমন দীর্ঘ সময় ধরে আটকে ছিল, তেমনই ডিজিটাল ভিড়োমিটারেও বহু সংখ্যক মানুষের কাছে ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে পৌঁছে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। রেকর্ড ভিউজ বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
1/7
অনলাইন নয় অফলাইনে সমাবেশ হয়েছে ২১ জুলাই। যদিও মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যে অনলাইনেও জোর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সকাল ছ'টা থেকে কার্যত মানুষ ভিড় জমাতে শুরু করেন। দুপুর দুটো নাগাদ সভা শেষ হয়। প্রতিবেদন : আবির ঘোষাল 
অনলাইন নয় অফলাইনে সমাবেশ হয়েছে ২১ জুলাই। যদিও মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্যে অনলাইনেও জোর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সকাল ছ'টা থেকে কার্যত মানুষ ভিড় জমাতে শুরু করেন। দুপুর দুটো নাগাদ সভা শেষ হয়। প্রতিবেদন : আবির ঘোষাল 
advertisement
2/7
সেই সভায় ভিড় যেমন দীর্ঘ সময় ধরে আটকে ছিল, তেমনই ডিজিটাল ভিড়োমিটারেও বহু সংখ্যক মানুষের কাছে ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে পৌঁছে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতিবেদন : আবির ঘোষাল 
সেই সভায় ভিড় যেমন দীর্ঘ সময় ধরে আটকে ছিল, তেমনই ডিজিটাল ভিড়োমিটারেও বহু সংখ্যক মানুষের কাছে ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে পৌঁছে যায় শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রতিবেদন : আবির ঘোষাল 
advertisement
3/7
হিসাব বলছে সভার দিন রাত ৮'টা অবধি ডিজিটাল ভিড়োমিটার মিলিয়ন ভিউজ দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে ২১ জুলাইয়ের মূল প্রোগ্রাম লাইভ গিয়েছিল। ফেসবুক পেজের হিসেব রাত ৮'টা অবধি লাইক ৯১K। কমেন্টস ১০২K, শেয়ার ২৬K, ভিউজ ২.৬ মিলিয়ন। 
হিসাব বলছে সভার দিন রাত ৮'টা অবধি ডিজিটাল ভিড়োমিটার মিলিয়ন ভিউজ দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে ২১ জুলাইয়ের মূল প্রোগ্রাম লাইভ গিয়েছিল। ফেসবুক পেজের হিসেব রাত ৮'টা অবধি লাইক ৯১K। কমেন্টস ১০২K, শেয়ার ২৬K, ভিউজ ২.৬ মিলিয়ন। 
advertisement
4/7
কর্মী সমর্থকদের ভিড়ের জমি রেকর্ড হয়েছে ড্রোণ ক্যামেরায়। রাত ৮'টা অবধি সেই ভিডিও লাইক হয়েছে ৩.৫ K, কমেন্টস ৩৪৪, শেয়ার ৫৯৫, ভিউজ হয়েছে ২৪K।এই পেজে অভিষেক বন্দোপাধ্যায় ও সুদীপ বন্দোপাধ্যায়ের প্রেস কনফারেন্স লাইক হয়েছে ৩.৯K,  কমেন্টস হয়েছে ৬০৬, শেয়ার হয়েছে ৫৬৫, ভিউজ হয়েছে ১৩৩K।
কর্মী সমর্থকদের ভিড়ের জমি রেকর্ড হয়েছে ড্রোণ ক্যামেরায়। রাত ৮'টা অবধি সেই ভিডিও লাইক হয়েছে ৩.৫ K, কমেন্টস ৩৪৪, শেয়ার ৫৯৫, ভিউজ হয়েছে ২৪K।এই পেজে অভিষেক বন্দোপাধ্যায় ও সুদীপ বন্দোপাধ্যায়ের প্রেস কনফারেন্স লাইক হয়েছে ৩.৯K,  কমেন্টস হয়েছে ৬০৬, শেয়ার হয়েছে ৫৬৫, ভিউজ হয়েছে ১৩৩K।
advertisement
5/7
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজে তাঁর বক্তব্য লাইক হয়েছে ১০K, কমেন্টস হয়েছে ১.৫K,  শেয়ার হয়েছে ১.৭K, ভিউজ হয়েছে ৯৪K। মমতা বন্দোপাধ্যায়ের পেজে তাঁর বক্তব্য লাইক হয়েছে ১০১ K, কমেন্টস হয়েছে 26K,  শেয়ার হয়েছে ১৬ K, ভিউজ হয়েছে ১.৩ মিলিয়ন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজে তাঁর বক্তব্য লাইক হয়েছে ১০K, কমেন্টস হয়েছে ১.৫K,  শেয়ার হয়েছে ১.৭K, ভিউজ হয়েছে ৯৪K। মমতা বন্দোপাধ্যায়ের পেজে তাঁর বক্তব্য লাইক হয়েছে ১০১ K, কমেন্টস হয়েছে 26K,  শেয়ার হয়েছে ১৬ K, ভিউজ হয়েছে ১.৩ মিলিয়ন।
advertisement
6/7
রাত ৮'টা অবধি পাওয়া এই রিপোর্ট গত বারের অন লাইন সভার চেয়ে বেশি বলে জানাচ্ছেন নেটিজেনরা।অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ইউটিউব পেজ বলছে সাড়ে তিন ঘণ্টা লাইভ স্ট্রিমিংয়ের নেট পাড়ার দর্শক সংখ্যা প্রায় ৯৪৮ K।
রাত ৮'টা অবধি পাওয়া এই রিপোর্ট গত বারের অন লাইন সভার চেয়ে বেশি বলে জানাচ্ছেন নেটিজেনরা।অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ইউটিউব পেজ বলছে সাড়ে তিন ঘণ্টা লাইভ স্ট্রিমিংয়ের নেট পাড়ার দর্শক সংখ্যা প্রায় ৯৪৮ K।
advertisement
7/7
এছাড়া ভিন রাজ্যের তৃণমূল কংগ্রেস পেজ থেকেও লাইভ গিয়েছে। নানা ছবি, ভিডিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকেও আপলোড হয়েছে। যা প্রচুর নেটিজেন দেখেছেন৷ সব মিলিয়ে অফলাইনের পাশাপাশি, অনলাইনেও ভিড় দেখে খুশি তৃণমূল কংগ্রেস। প্রতিবেদন : আবির ঘোষাল 
এছাড়া ভিন রাজ্যের তৃণমূল কংগ্রেস পেজ থেকেও লাইভ গিয়েছে। নানা ছবি, ভিডিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকেও আপলোড হয়েছে। যা প্রচুর নেটিজেন দেখেছেন৷ সব মিলিয়ে অফলাইনের পাশাপাশি, অনলাইনেও ভিড় দেখে খুশি তৃণমূল কংগ্রেস। প্রতিবেদন : আবির ঘোষাল 
advertisement
advertisement
advertisement