Flood Situation In Tripura: বানভাসি ত্রিপুরা, আকাশ পথে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Last Updated:

আজ শুক্রবার, এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ ঘুরে দেখেছেন বন্যা কবলিত এলাকা৷

এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে বসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে বসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা: গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় এখনও পর্যন্ত ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গোমতী জেলায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৩৫০ মিলিমিটার। বৃহস্পতিবার আগরতলা ও এডি নগরেও প্রায় ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল বন্যা পরিস্থিতির শিকার হয়েছে ৷
প্রবল বৃষ্টিতে দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ শুক্রবার, আকাশ পথে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
সেই কারণে আজ শুক্রবার, এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷
advertisement
আকাশপথে যাওয়ার সময় মানিক সাহা বন্যায় বিপন্ন মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন৷ মানিক সাহা জানান, ‘‘আজ আমি গোমতী জেলার উদয়পুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছি। ভারি বৃষ্টিপাতের কারণে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷’’
advertisement
বন্যা কবলিত এলাকায় অনেক অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে৷ অনেকেই সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন৷
শুক্রবার মানিক সাহা উদয়পুরের ‘খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’ ও ‘খিলপাড়া মার্কেট শেড’-এর ত্রাণ শিবির পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সাহস দেওয়ার পাশাপাশি শিবিরগুলির সার্বিক ব্যবস্থাপনাও খতিয়ে দেখেছেন তিনি। প্রশাসনের আধিকারিকদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
বাংলা খবর/ খবর/দেশ/
Flood Situation In Tripura: বানভাসি ত্রিপুরা, আকাশ পথে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement