Flood Situation In Tripura: বানভাসি ত্রিপুরা, আকাশ পথে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

Last Updated:

আজ শুক্রবার, এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ ঘুরে দেখেছেন বন্যা কবলিত এলাকা৷

এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে বসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে বসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
আগরতলা: গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলায় এখনও পর্যন্ত ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গোমতী জেলায় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ৩৫০ মিলিমিটার। বৃহস্পতিবার আগরতলা ও এডি নগরেও প্রায় ১৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর ফলে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল বন্যা পরিস্থিতির শিকার হয়েছে ৷
প্রবল বৃষ্টিতে দক্ষিণ ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ শুক্রবার, আকাশ পথে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
সেই কারণে আজ শুক্রবার, এমবিবি বিমানবন্দরে MI-17 হেলিকপ্টারে চেপে দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷
advertisement
আকাশপথে যাওয়ার সময় মানিক সাহা বন্যায় বিপন্ন মানুষদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন৷ মানিক সাহা জানান, ‘‘আজ আমি গোমতী জেলার উদয়পুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছি। ভারি বৃষ্টিপাতের কারণে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন৷’’
advertisement
বন্যা কবলিত এলাকায় অনেক অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে৷ অনেকেই সেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন৷
শুক্রবার মানিক সাহা উদয়পুরের ‘খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’ ও ‘খিলপাড়া মার্কেট শেড’-এর ত্রাণ শিবির পরিদর্শন করেন। সেখানে আশ্রয় নেওয়া মানুষদের সাহস দেওয়ার পাশাপাশি শিবিরগুলির সার্বিক ব্যবস্থাপনাও খতিয়ে দেখেছেন তিনি। প্রশাসনের আধিকারিকদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Flood Situation In Tripura: বানভাসি ত্রিপুরা, আকাশ পথে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement