Biplab Deb Resigns: "ত্রিপুরাতে খেলা হবে," ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পদত্যাগের পর ট্যুইট সায়নী ঘোষের, বিজেপিকে আক্রমণ তৃণমূলের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
TMC attacks BJP Over Biplab Deb's Resignation: তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ট্যুইট করেছেন, “ত্রিপুরাতে খেলা হবে।”
#ত্রিপুরা: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করার কয়েক মুহূর্ত পরেই, চিরপ্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে জোরালো আক্রমণ শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, বিজেপির নেতারাও “বিপ্লব দেবের অযোগ্যতায় বিরক্ত”। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সম্প্রতি ক্ষমতাসীন বিজেপির সঙ্গে একাধিক সংঘর্ষে জড়িয়েছে ত্রিপুরায়। বাঙালি সংখ্যাগরিষ্ঠ এই সীমান্ত রাজ্যে রাজনৈতিক ঘাঁটি মজবুত করার জন্য প্রচুর শক্তি প্রয়োগ করেছে তৃণমূল। বিপ্লব দেবের পদত্যাগকে সামনে রেখে তাই বিজেপিকে তুলোধোনা করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি শাসিত এই রাজ্যে ‘পরিবর্তন অনিবার্য’। আগামী বছরই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন আয়োজিত হবে। অন্যদিকে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ ট্যুইট করেছেন, “ত্রিপুরাতে খেলা হবে।”
Goodbye & good riddance to the CM who failed thousands of people in #Tripura! Enough damage done. So much so that even the top bosses at @BJP4India are fed up of his INCOMPETENCE. Folks at BJP seem very rattled by what @AITCofficial achieved in the state. CHANGE IS INEVITABLE. https://t.co/KtXY5WP2ae
— All India Trinamool Congress (@AITCofficial) May 14, 2022
advertisement
advertisement
“ত্রিপুরায় হাজার হাজার মানুষকে ব্যর্থ করা মুখ্যমন্ত্রীকে বিদায়! যথেষ্ট ক্ষতি হয়েছে। এতটাই বেশি ক্ষতি যে বিজেপির শীর্ষ কর্তারাও মুখ্যমন্ত্রীর অক্ষমতায় বিরক্ত। বিজেপি খুবই বিচলিত বলে মনে হচ্ছে! পরিবর্তন অনিবার্য,” ট্যুইটে লিখেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি উত্তর-পূর্বের এই রাজ্যে ঘন ঘন সফর করছেন। বিজেপি অবশ্য ত্রিপুরার বিষয়ে তৃণমূলকে ‘নন ফ্যাক্টর’ বলেই অভিহিত করেছে।
advertisement
দুই যুযুধান দলই ত্রিপুরার ভোটারদের মন ও ভোট দুই জিততে মরিয়া। প্রায়ই দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে হিংসার ঘটনা তারই প্রমাণ।
Tripurate ⚽️ hobe! pic.twitter.com/4jbE9vWGD8
— Saayoni Ghosh (@sayani06) May 14, 2022
শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যপাল এসএন আর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পরই এই ঘোষণা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। “দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি,” সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন বিপ্লব দেব। সূত্রের খবর, বিজেপির রাজ্য শাখার মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ্যের আসার পরই পদত্যাগ করলেন বিপ্লব দেব।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁরা দু’জনই আগরতলায় পৌঁছেছেন। বিজেপি আজই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। ভূপেন্দ্র এবং বিনোদ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির ইনচার্জ বিনোদ সোনকর। ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা এবং রাজ্যসভার সাংসদ ডঃ মানিক সাহা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 5:49 PM IST