Tripura By Election 2023: ত্রিপুরায় সংখ্যালঘু-উপজাতি অধ্যুষিত আসনে গেরুয়া ঝড়! ব্যাপক ভোটে জয়ী BJP
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Tripura By Election 2023: দুটি বিধানসভা আসনে উপ নির্বাচনেই জিতেছে কেন্দ্রের শাসকদল। ত্রিপুরার সংখ্যালঘু অধ্যুষিত আসন বক্সানগরে বিপুল জয় পেয়েছে পদ্ম শিবির
আগরতলা: দেশজুড়ে উপ নির্বাচনে বিজেপি শিবিরকে বাড়তি অক্সিজেন দিল ত্রিপুরা। দুটি বিধানসভা আসনে উপ নির্বাচনেই জিতেছে কেন্দ্রের শাসকদল। ত্রিপুরার সংখ্যালঘু অধ্যুষিত আসন বক্সানগরে বিপুল জয় পেয়েছে পদ্ম শিবির। বিজেপি প্রার্থী তাফ্ফাজল হোসেন পেয়েছেন ৩০ হাজার ২৩৭টি ভোট। এই আসনে বরাবর ঘাটি বলে পরিচিতি সিপিএমের ভোট ৫ হাজারও হয়নি। সিপিএম প্রার্থী মিজান হোসেন পেয়েছেন ৩,৯০৯টি ভোট।
ত্রিপুরার উপজাতি অধ্যুষিত আসনেও বিপুল জয় পেয়েছে পদ্ম শিবির। ধানপুরে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০, ০১৭টি ভোট। সিপিএমের কৌশিক চন্দ্র পেয়েছেন ১১, ১৪৬টি ভোট। বিজেপি এই আসনে জিতেছে ১৮,৮৭১টি ভোটে। ফলে স্বাভাবিক ভাবেই লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরার এই ট্রেন্ড দেখএ স্বস্তি বাড়বে বিজেপি শিবিরে।
advertisement
তবে ত্রিপুরায় স্বস্তি মিললেও, বাংলা থেকে ভাল ফল পাচ্ছে না বিজেপি। দিনভর কড়া টক্করের পরে ধূপগুড়ি আসনে হাতছাড়া হয়েছে বিজেপির। ৪ হাজার ৩৪৪ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী তাপসী রায়কে পরাজিত করেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। রাজবংশী অধ্যুষিত এই আসনে জয়ে স্বাভাবিক ভাবেই লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে বাড়তি অক্সিজেন পেল ঘাসফুল শিবির।
advertisement
২০২১ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে সবুজ ঝড়ের মধ্যেও উত্তরবঙ্গের ধূপগুড়ি আসনে জিতেছিল বিজেপি। প্রায় ৪ হাজার ভোটে জেতে তারা। বিজেপি বিধায়কের প্রয়ানে এই আসনে উপ নির্বাচন হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2023 4:18 PM IST