আগরতলা: দিনভর হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন জয়ের পরে পরিবারের সকল সদস্যদের সঙ্গে নিয়ে সকালে পুজো দিতে গিয়েছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। সেখান থেকে সোজা বাড়ি চলে আসেন তিনি।
এদিন সারাদিন ফোনে ব্যস্ত ছিলেন তিনি। আর সারাক্ষণ চোখ ছিল টিভির পর্দা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই তিনি প্রস্তুত হতে শুরু করেন। যদিও তাঁর নিজের কেন্দ্র নিয়ে মাঝেমধ্যেই একটা টেনশন কাজ করছিল। অন্তত তৃতীয় রাউন্ড অবধি যেভাবে ভোটের ফল ওঠানামা করছিল। দিনের শেষে অবশ্য জয় ছিনিয়ে নেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
আরও পড়ুন, সাগরদিঘির ফল নিয়ে বিস্ফোরক মমতা! বললেন, 'অনৈতিক জোট, বিজেপির ভোটও ওরা পেয়েছে'
আরও পড়ুন, শুধু জোটের জয় নয়,এই চার কারণে তৃণমূলের চিন্তা বাড়াবে সাগরদিঘি উপনির্বাচনের ফল
এদিন নিজের জয়ের খবর আসতেই খুশিতে মেতে ওঠেন তিনি। বাড়ির সকলকে নিয়ে সেলিব্রেশনে মাততেও দেখা যায় তাঁকে। তবে তিনি আবেদন করেছেন, ভোটের ফল যাই হোক না কেন, কোনও অশান্তি-গোলমাল এই সব করা চলবে না। রাজ্যে শান্তির পরিবেশ বজায় রাখতে হবেই।
জানুন ভোটের সব মুহূর্তের আপডেট এখানে
এদিন বিজেপির নির্বাচনী কার্যালয়েও খুশির চেহারায় ছিলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও বিজেপি নেতা সম্বিত পাত্রকে সঙ্গে নিয়েই আবির খেলায় মাতেন তিনি। একে অপরকে লাড্ডু খাইয়ে দেন। নেতাদের পাশাপাশি এদিন ত্রিপুরায় বিজেপির সদর কার্যালয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি কর্মী-সমর্থকেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।