Tripura Election: 'ত্রিপুরাকে আরও পাঁচ বছর সময় দিলে...' ভোটের আগে বিরাট বার্তা রাজনাথ সিংয়ের
- Published by:Rachana Majumder
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Assembly Election: রাজনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প জন সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
আগরতলা: 'চলো পাল্টাই - শ্লোগান তুলে ২০১৮ সালের নির্বাচনে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছেন আপনারা। আর এই সময়ে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাকে সুশাসন উপহার দিয়েছে। এবার হোক চলো সুশাসনকে মজবুত বানাই। তবে ত্রিপুরাকে দেশের ১ নম্বর রাজ্য হিসেবে গড়ে তোলা হবে।' রাজনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প জন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ফের একবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার ব্যাপক প্রশংসা করেন। তিনি বলেন "নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার আগে আগে খোঁজ করা হয়। তখনই উঠে আসে ডা: মানিক সাহার নাম। খোঁজ নিয়ে জানা যায় ডা: মানিক সাহা একজন খুব ভাল মানুষ, খুব ভালো ডাক্তার, খুবই সৎ ও নিষ্ঠাবান। পার্টি দেরি না করেই ডা: মানিক সাহাকে মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব তুলে দেয়।'
advertisement
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, '২০১৮ সালে চলো পাল্টাই শ্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। আর এবারের শ্লোগান হচ্ছে - 'চলো সুশাসনকে মজবুত বানাই'। কংগ্রেস ও সিপিএমের দুটো সরকার দেখেছেন ত্রিপুরার মানুষ। দুই আমলেই ছিল উগ্রবাদীদের তৎপরতা। কখন কার প্রাণ যাবে কেউ বলতে পারে না। আজ ভারতীয় জনতা পার্টির শাসনে সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে ছিল আতঙ্কবাদ, হিংসাবাদ। এখন হয়েছে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন। ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার পরই ত্রিপুরায় অনেক পরিবর্তন হয়েছে। এখন চারিদিকে উন্নয়নের হাওয়া বইছে। আগে সড়কপথ বেহাল থাকায় চলাচলের মতো অবস্থা ছিল না। সেই অবস্থা থেকে উত্তরণের দিশা দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরার মানুষ এই পার্টিকে ৫ বছর সময় দিয়েছে। আগামী আরও ৫ বছর সময় দিলে ত্রিপুরাকে দেশের ১ নম্বর রাজ্য হিসেবে গড়ে তোলা হবে।'
advertisement
advertisement
তাঁর কথায়, 'করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। এখনও দেওয়া হচ্ছে। ত্রিপুরায় কংগ্রেস সিপিএমের জমানায় ছিল শুধু ভয়, দুর্নীতি আর ভ্রস্টাচার। আর ২০১৮তে ত্রিপুরার মানুষ বিজেপিকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে।' এবারও ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার মানুষের জন্য চিন্তা করে। তাই চিকিৎসার সুযোগ সকল অংশের মানুষের কাছে পৌঁছে দিতে আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। যার মাধ্যমে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন সাধারণ মানুষ। এছাড়া যাদের মাথার উপর থাকার ছাদ নেই তাদের পাকা বাড়ি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি জনজাতি অংশের মানুষের কল্যাণে খুবই আন্তরিক। এবারের বাজেটে জনজাতি কল্যাণে ৮৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।"
advertisement
আরও পড়ুন: ওএমআর শিটেই গোপন সংকেত! মানিক-কুন্তল জুটির নয়া কীর্তি ফাঁস, আদালতে দাবি ইডি-র
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, 'ভারতীয় জনতা পার্টি সরকার মানুষকে নিয়ে চলতে চায়। এই সরকার নারীদের কল্যাণে চিন্তা করে। তাই এবারের নির্বাচনে ১২ জন মহিলাকে প্রার্থী করেছে দল। ত্রিপুরার সার্বিক কল্যাণে কেন্দ্রীয় সরকার দুহাত তুলে সহায়তা করছে। কেন্দ্রীয় মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর মার্গদর্শনে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে একটা স্বচ্ছ সরকার কাজ করছে। যার কোন কালিমা নেই।' এর পাশাপাশি আসন্ন নির্বাচনে সিপিএম কংগ্রেসের জোটকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 8:43 AM IST