হোম /খবর /দেশ /
করোনাকালে বিজেপির কাজ দেখে মানুষ ভোট দেবে, বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Tripura Assembly Election 2023: করোনাকালে বিজেপির কাজ দেখে মানুষ ভোট দেবে, বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

করোনা কালে বিজেপির কাজ দেখে মানুষ ভোট দেবে, বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

করোনা কালে বিজেপির কাজ দেখে মানুষ ভোট দেবে, বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নিজের বিধানসভা কেন্দ্রে প্রচারে জোর মুখ্যমন্ত্রীর। 

  • Share this:

আবীর ঘোষাল, আগরতলা: ‘‘চেহারা হচ্ছে মনের আয়না, বাড়ি বাড়ি ভোট প্রচারে যাওয়ার পর মানুষের যে চেহারা দেখছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা খুশি। তাই বিপুলসংখ্য জনসমর্থন নিয়ে রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে।’’ ভোট নিয়ে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে অভিমত ব্যক্ত করতে গিয়ে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনের মতো এদিন সকালেও বাড়ি বাড়ি প্রচার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের প্রার্থী অধ্যাপক ডা: মানিক সাহা। এদিন তিনি নিজের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাতৃপল্লী এবং কালিটিলা এলাকায় জনসংযোগ কর্মসূচি করেন। এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সাধারণ মানুষের কল্যাণে যে সকল কাজ করেছে এগুলো সম্পর্কে সাধারণ মানুষদের অবগত করেন এবং এগুলো লিখিত কাগজ ভোটারদের হাতে তুলে দেন। পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করেন, কী কী চাহিদা রয়েছে এগুলোও জানেন।

আরও পড়ুন- কুন্তলের একাধিক অফিসের সন্ধান, সেখানেই প্রভাবশালীদের সঙ্গে চলত বৈঠক ?

এদিন বাড়ি বাড়ি প্রচার কালে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখ্যমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন, বিশেষ করে সমাজের দরিদ্র অংশের মানুষের জন্য বেশি কাজ করে। তাই তার এই কাজগুলোকে সবাই পছন্দ করে। প্রধানমন্ত্রীর আদর্শ অনুসারে তারাও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেখানে সব কাজ হাত সবকা বিকাশ সবকা প্রয়াস এবং সবকা বিশ্বাস হচ্ছে মূল মন্ত্র। তাই সকলের জন্য কাজ করছে বিজেপি। অপরদিকে বিরোধী দল গুলো নিজেদের জোট নিয়ে আলোচনা করতেই ব্যস্ত।’’

আরও পড়ুন- চলতি মাসেই খুলবে ভাগ্য, সূর্যদেবের কৃপায় ধনবান হতে চলেছেন এই সকল রাশির জাতক-জাতিকারা

তিনি আরও বলেন, ‘‘দুঃখের সঙ্গে হলেও বলতে হচ্ছে যে, কংগ্রেস নেতারা বামেদের অফিসে যাওয়া আসা করছে। তাদের এই অবস্থা দেখে দুঃখ হচ্ছে, যে আগামী দিনে তাদের অবস্থা কী হবে এই ভেবে। তবে বিপুল সংখ্যক মানুষের সমর্থন নিয়ে রাজ্যে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। চেহারা হচ্ছে মনের আয়না, বাড়ি বাড়ি ভোট প্রচারে যাওয়ার পর মানুষের চেহারা দেখে বুঝাই যাচ্ছে তারা খুব খুশি। তাই বিজেপির জয় নিশ্চিত। কারণ এই দলের মূল মন্ত্র হচ্ছে সেবা-ই সংগঠন এবং কার্যকর্তারা সারা বছর মানুষের কল্যাণে কাজ করে। বিশেষ করে করোনা মহামারীর সময় কার্যকর তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়।" এ সকল কারণে মানুষও  সব সময় বিজেপির পাশে রয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Manik Saha, Tripura, Tripura Assembly Election 2023, Tripura Politics