Tripura Assembly Election 2023: ত্রিপুরা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দেব, মিমি, রিপুণ বোরা, সৌগত রায়, কুণাল ঘোষ থাকছেন প্রচারকের তালিকায়।
আবীর ঘোষাল, আগরতলা: আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ত্রিপুরায় প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক তারকা-সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দরা।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তারকা প্রচারকদের নাম ঘোষণা করা হল। এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস ট্যুইট করে জানিয়েছে, ".@MamataOfficial-এর আদর্শকে পাথেয় করে ত্রিপুরার বুকে আসতে চলেছে উন্নয়নের নতুন যুগ। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তনের বার্তা নিয়ে ত্রিপুরায় প্রচারে আসতে চলেছেন আমাদের দলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। রইল সেই তালিকা। সকলকে ত্রিপুরার বুকে স্বাগত জানাই।"
advertisement
ত্রিপুরার আসন্ন বিধানসভা নির্বাচনে আগামী ৬ এবং ৭ ফেব্রুয়ারি ত্রিপুরার মাটিতে পা রাখতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় প্রচারে আসছেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সি-সহ তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা লোকসভা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
আসন্ন বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নির্বাচনের লড়াইয়ে সাহস ও সমর্থন জানাতে মোট ৩৭ জন তারকা প্রচারক আসছে যার মধ্যে রয়েছেন লোকসভার সাংসদ মহুয়া মৈত্র থেকে শুরু করে লোকসভার সাংসদ কাকলী ঘোষ দস্তিদার, মিমি চক্রবর্তী, কলকাতার মেয়র তথা নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ পশ্চিমবঙ্গের বিশিষ্ট নেতৃবৃন্দরা। অন্যদিকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা ত্রিপুরায় প্রচারে আসছেন।
advertisement
পাশাপাশি, প্রচারকদের মধ্যে থাকছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান পীযূষ কান্তি বিশ্বাস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এবং ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির সহ চেয়ারম্যান আশীষ লাল সিং।
advertisement
ত্রিপুরার যুব সমাজকে এগিয়ে যাওয়ার জন্যে ত্রিপুরায় প্রচারে আসছেন পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা-সহ অন্যান্য যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা।
পাশাপাশি, প্রচারে থাকছেন লোকসভা সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী (দেব), বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী, বিধায়ক ও বিখ্যাত গায়ক অদিতি মুন্সী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া-সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। এছাড়াও বিধানসভা নির্বাচনের প্রচারে আসছেন তৃণমূল কংগ্রেসের বহু তারকা প্রচারকরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
February 01, 2023 2:43 PM IST