Tripura Assembly Election 2023: 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মতো,' বললেন কংগ্রেসের প্রার্থী সুদীপ

Last Updated:

Tripura Assembly Election 2023: আগরতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ রায় বর্মন।

কংগ্রেসের প্রার্থী সুদীপ
কংগ্রেসের প্রার্থী সুদীপ
আগরতলা: বলা হয় ত্রিপুরার রবিনহুড। দল বদল করে ফের তিনি ফিরে এসেছেন কংগ্রেসে। ত্রিপুরার বিধানসভা ভোটে কংগ্রেসের নজর যাঁকে ঘিরে। আগরতলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ রায় বর্মন। বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জানালেন, "জনসমর্থন ইস্যু করলে এই ভোট আমাদের কাছে কঠিন নয়। আমি জানি সত্যের জয় হয়। কংগ্রেসের অস্তিত্বের কোনও সংকট নেই। মানুষের কথা ভাবতে ভাবতে আমরা চলি। অনেকেই কংগ্রেস ছেড়ে চলে যান, আবার কংগ্রেসে ফিরে আসেন। এর জ্বলন্ত উদাহরণ হলাম আমি।
তিনি আরও বলেন, "আমার কথা মিলিয়ে নেবেন, কংগ্রেসের ভোট যেটা চলে গিয়েছিল, সেটা আবার ফেরত আসবে। আমার দৃঢ বিশ্বাস বিজেপি এই রাজ্যের ভোটে সিঙ্গল ডিজিট অতিক্রম করতে পারবে না। যদি না সাংঘাতিক কোনও ম্যালিপুলেশন হয়। তিপ্রামোথার অবশ্যই নিজের আসন আছে। তারা সেখানে শক্তিশালী অবশ্যই। বিজেপিকে দেখুন তো, ওরা পাঁচটি আসনের নাম করতে পারে কিনা! ওদের আসন একেক নেতা একেক রকম বলবেন। আমার বিজেপিতে যাওয়ায় ভুল হয়নি। মানুষের চাহিদা, মানুষের চাপ ছিল। মানুষ একঘেয়েমি কাটাতে চেয়েছিল। আমি তাই গিয়েছিলাম।"
advertisement
তিনি বলেন, "আমি যদিও বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, সেই দলের সদস্য হয়েও। বিজেপির সুনীল দেওধর আবার এখানে মিসড কল বাবা হয়ে গেছেন। বিপ্লব দেবকে মিস করছি। কারণ উনি এন্টানটেনার। এখানে বাচ্চারা আর কার্টুন দেখে না। এখানে বিপ্লব দেবের কথা দেখে আর শোনে, আর হাসে। আমি মনে করেছিলাম আগে জোট হওয়া উচিত ছিল না। তবে আমি এখন খুশি। গোটা দেশে বিজেপির হাত থেকে গণতন্ত্র বাঁচাতে হবে। আমাদের রাজ্যে যেখানে সংবিধান ভেঙে পড়েছে সেটাকে এই জোট পুনরুদ্ধার করতে পারবে।"
advertisement
advertisement
কংগ্রেস নেতা বলেন, "মজার ব্যাপার হল, বামেদের ও কংগ্রেসের উভয়ের নিচু তলা থেকে চাপ ছিল, আমাদের এক হতে হবে। একা একা লড়াই করা যাবে না। এখানে নীচুতলার কর্মীদের মধ্যে একটা মিল আছে। যেটা পশ্চিমবাংলার ঠিক উলটো। আমি কখনও কমপ্রোমাইজ করিনি। আসলে রাজনীতি আমার সংসার চালায় না। আমার একটাই খারাপ স্বভাব আছে। আমার ধূমপান করার অভ্যাস আছে৷ আমার ইডি, সিবিআই, আয়কর নিয়ে ভয় নেই। আমার কী করবেন নরেন্দ্র মোদী? অনেকেই টিকে আছে দূর্নীতিতে, অর্থে। তারাই সেই কারণে চলে গেছে। আমরা এই জন্যেই জানিয়েছি ত্রিপুরায় লোকায়ুক্ত আইন অনেক শক্তিশালী করতে হবে।"
advertisement
তিনি বলেন, "আমরা দূর্নীতি বন্ধ করতে চাইছি। বিজেপিতে গিয়েছিলাম কারণ, সেই সময় এই রাজ্যের সরকার কারও কথায় কর্ণপাত করত না। তাই মানুষের চাপে যেতে বাধ্য হয়েছি। আসলে আমরা চোর তাড়াতে ডাকাতকে ডেকে এনেছিলাম। মানুষ একঘেয়েমি সরকার কাটাতে চেয়েছিল। কংগ্রেস শীর্ষ নেতৃত্ব আমাদের ওপর আস্থা রাখে। ওরা মনে করে ত্রিপুরা ইউনিট যথেষ্ট কাজ করে। তবে হাতে সময় আছে, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি আসতে পারেন। আমি ভেবেছিলাম তৃণমূল আসলে বামেদের হারাতে পারবে।"
advertisement
সুদীপ রায় বর্মন বলেন, "২০১৭ সালের এপ্রিলে গিয়েছিলাম কালিঘাটে। দিদি বলেছিল, শোন আমার হাতে সময় নেই। তোঁদের দেখে নেবে বলে এক নেতার নাম বলেছিলেন। উনি এই রাজ্য নিয়ে সিরিয়াসনেস দেখাননি। তাই থাকিনি। কেন অন্য রাজ্যে তারা সংগঠন তৈরি করতে পারেনি। আমি ত্রিপুরার পুরভোটে তৃণমূল কংগ্রেসকে হারাতে নয়, আমি গণতন্ত্রকে বাঁচাতে নেমেছিলাম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলার অভিপ্রায় নেই। আমি বিজেপি করলেও আমি রাহুল-সনিয়া-প্রিয়াঙ্কার বিরুদ্ধে কথা বলিনি।"
advertisement
সুদীপ বলেন, "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মতো। তার সঙ্গে রাজনীতি করেছি। একদিন হলেও ওই দলটা করেছি। তবে আমার মতো দলবদলুকে নিতে ওরা প্রস্তুত হচ্ছিল। তবে আমি দিদির বিরুদ্ধে কোন কথা বলব না। তিপ্রামোথা যদি ১০-১২ আসনে জিতে যান তাহলে অবাক হওয়ার কিছুই নেই। ভবিষ্যতে বিজেপিকে হারাতে প্রদ্যোতকে সঙ্গে নিতে আমাদের আপত্তি নেই৷ ওদের কিছু রাজনৈতিক ডিমান্ড আছে। সেটা কোনওভাবেই অসংবিধানিক নয়।"
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: 'আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের মতো,' বললেন কংগ্রেসের প্রার্থী সুদীপ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement