Tripura Assembly Election 2023: প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হারলেন বিজেপির রাজ্য সভাপতি, কংগ্রেসের বাজিমাত

Last Updated:

বনমালীপুরে জয় হাসিল করলেন প্রাক্তন বিধায়ক। 

বিজেপি বনাম কংগ্রেস
বিজেপি বনাম কংগ্রেস
আগরতলা: চার বছরের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ২০২২ সালে হঠাৎ করেই তাঁকে সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে। এমনকি বিধায়ক হিসাবে পদত্যাগ করিয়ে তাঁকে পাঠানো হয় রাজ্যসভার সাংসদ করে। বিপ্লব দেবের আসন সেই বনমালীপুরে ওই কেন্দ্রেরই আর এক প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের গোপাল রায় জয়ী হয়েছেন। যাঁকে বলা হচ্ছে জায়ান্ট কিলার। কারণ তিনি হারিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রেই তাঁর দল আর তার আসন ধরে রাখতে পারেনি। এই ফলাফলের ‘দায়’ তাই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর বর্তায় কি না, সে তর্ক এবং জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। কিন্তু বিষয়টি বিপ্লব দেবের কাছে যে খানিক ‘বিড়ম্বনা’র তা স্পষ্ট হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব দেবের পুরনো কেন্দ্র আগরতলা শহরের বনমালীপুর। আর শহরের নাকের ডগায় থাকা আসন হেরেছেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেসের গোপাল রায়। গোপাল রায় ২০০৩ সাল থেকে ২০১৩ পর্যন্ত টানা তিনটি বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের ভোটে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অবশ্য জামানত হারিয়েছিলেন গোপাল। সিপিএমকে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী বিপ্লব দেব। যে ভোট জয়ের পর তাঁর মুখ্যমন্ত্রী হওয়া। এ বারের বিধানসভা ভোটে বনমালীপুরে প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছেন গোপাল রায়। বিপ্লব দেবের বদলি প্রার্থী বিজেপির রাজীব ভট্টাচার্য পেয়েছেন ৪৫.৬ শতাংশ ভোট।তৃণমূল পেয়েছে ২ শতাংশ।এবারের বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবকে টিকিট দেয়নি দল। যদিও বিপ্লব দেব প্রচার চালিয়েছেন তাঁর পুরনো বিধানসভা কেন্দ্র বনমালীপুরে।
advertisement
আরও পড়ুন- নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন শনি! খুলে যাবে এই তিন রাশির ভাগ্য! ধনলাভের সঙ্গে আসবে সাফল্যও
যদিও এই হারের বিষয়ে কোনও মন্তব্য কর‍তে রাজি হননি বিপ্লব দেব৷ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, মানুষ কোথাও পছন্দ করেনি তাই জিততে পারিনি৷ তবে আমি এলাকার মানুষের পাশে আছি। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের পাশে আছি। অন্যদিকে কংগ্রেস প্রার্থীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন, মহারাজা প্রদ্যোত কিশোর মাণিক্য। তিনি জানিয়েছেন, আমি কংগ্রেসে দীর্ঘ সময় কাজ করেছি গোপাল রায়ের নেতৃত্বে। ওনার জয় দেখে ভালো লাগছে৷বিধানসভা ভোটে প্রার্থী না হলেও এবারে চর্চায় ছিলেন বিপ্লব দেব। বিশেষ করে ভোটের ১০ মাস আগে তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ায় বিজেপির এই ভোটে সুবিধা হল বলে মত রাজনৈতিক মহলের।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেন্দ্রে হারলেন বিজেপির রাজ্য সভাপতি, কংগ্রেসের বাজিমাত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement