ন্যায়ের দেবতা, দণ্ডাধিকারী এবং কর্মফলদাতা শনিদেবের গোচর জ্যোতিষশাস্ত্রে ভীষণ ভাবেই তাৎপর্যপূর্ণ। চলতি মাসেই শতভিষা নক্ষত্রে গোচর করতে চলেছেন শনি গ্রহ। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, রাহু হল শতভিষা নক্ষত্রের অধিপতি। ফলে শনিদেবের এই গোচর বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য সুফল এনে দেবে। তাঁরা কাজে সাফল্য লাভের পাশাপাশি ধনলাভ করবেন। সম্পর্কে বাড়বে মিষ্টতা। জেনে নেওয়া যাক, কোন কোন রাশি শুভ ফল পেতে চলেছেন।
বৃষ রাশি: শতভিষা নক্ষত্রে শনির গোচর বৃষ রাশির জাতক-জাতিদের জন্য শুভ ফলদায়ী হবে। এমন অবস্থায় এই রাশির জাতক-জাতিকারা যে কোনও ক্ষেত্রে প্রচুর সাফল্য পেতে পারেন। চাকরিতে পদোন্নতি, এমনকী বেতনবৃদ্ধি হতে পারে। শুধু তা-ই নয়, ব্যবসায়ীরাও নিজেদের কাজে প্রচুর সুযোগ-সুবিধা পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন, এই সময়ে তাঁদের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার এবং চিকিৎসকদের জন্য এই সময়টি শুভ।
সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যও শনির এই গোচর অত্যন্ত শুভ। সিংহ রাশির সপ্তম ঘরে প্রবেশ করবেন শনি। ফলে এঁদের আর্থিক অবস্থান মজবুত হবে। সেই সঙ্গে ঋণ মুক্তিও হবে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের জন্যও সময়টা ভাল। যাঁরা পড়াশোনা করছেন কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরাও সাফল্য পাবেন। এছাড়া এই গোচরের ফলে থমকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে এবং কঠোর পরিশ্রমের ফল লাভ করতে পারবেন। বেকারদের জন্য ভাল কর্মসংস্থানের সুযোগ আসবে। এই সময় ভ্রমণ কিংবা ট্রান্সফারের যোগও তৈরি হবে।
মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও শনির গোচর লাভদায়ক হবে। এই রাশির দ্বিতীয় ঘরে গমন করবেন শনি। এর ফলে প্রেমের ক্ষেত্রে এই সময়টা সুখকর হবে। সঙ্গী অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক সুমধুর হবে। এছাড়া আচমকা হাতে টাকা আসারও সম্ভাবনা রয়েছে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)