Tripura Election: ত্রিপুরায় ভোটের ফল প্রকাশের পরে শান্তিরক্ষার আবেদন বিজেপি ও বাম-কংগ্রেস জোটের 

Last Updated:

ভিডিও বার্তায় শান্তি রক্ষার আবেদন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর৷ 

ভোটের ফল প্রকাশের পরে শান্তিরক্ষার আবেদন বিজেপি ও বাম-কংগ্রেস জোটের 
ভোটের ফল প্রকাশের পরে শান্তিরক্ষার আবেদন বিজেপি ও বাম-কংগ্রেস জোটের 
আগরতলা: নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে গত ১৬ তারিখ। যদিও তার পর থেকেই একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে। আগামী ২ তারিখ প্রকাশিত হতে চলেছে ভোটের ফল। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন ফের অশান্তি হতে পারে ত্রিপুরা জুড়ে ৷ যাতে ফল প্রকাশের পরে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার জন্য আগে ভাগেই সতর্ক ও শান্তি রাখার আবেদন জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন, ‘‘রাজ্যের গণতন্ত্রপ্রিয় জনগণ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গত ১৬ ফেব্রুয়ারি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যার ফলাফল ঘোষণা হবে আগামী ২ মার্চ। ভোট গণনার দিন এবং এর পরবর্তী সময়ে শান্তি এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি দলমত নির্বিশেষে সকলের প্রতি আবেদন রাখছি।’’
ভোট শেষ হয়েছে। ভোটের ফল ঘোষণা হতে এখনও বাকি দুই দিন। আর এর মাঝেই প্রতিদিন ত্রিপুরা রাজ্যে একাধিক অশান্তির ঘটনা ঘটছে। সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ফল কী হবে, তার ভিত্তিতে জল্পনা করে একাধিক জায়গায় অনভিপ্রেত উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অভিযোগ দৈহিক আক্রমণ, খুন, অগ্নি সংযোগ, বাড়িঘরে আক্রমণ, পরিবার প্রতিপালনের উৎসকে বিনষ্ট করে দেওয়া, মিথ্যা মামলা রুজু করে বিরোধী দলের নেতা, কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বিপদগ্রস্ত ও বিপন্ন করার চেষ্টা চলছে।
advertisement
advertisement
এই অবস্থায় শাসক দলের পক্ষ থেকে পরিবেশ স্বাভাবিক রাখতে বিশেষভাবে সদর্থক ভূমিকা থাকা দরকার। বাম নেতাদের তরফে বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ সকলকে নিরপেক্ষভাবে সদা সতর্ক ভূমিকা গ্রহণ করা দরকার। বামেদের তরফে আবেদন করা হয়েছে, দলমত নির্বিশেষে মানুষ নিজ নিজ এলাকায় শান্তি-সম্প্রীতি সুরক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসুক। এই বিষয়ে পুলিশ-প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন। উল্লেখ করা হয়েছে, কোনও প্ররোচনার ফাঁদে কেউ যাতে পা না বাড়ান। নিজেরাও এমন কোনও কাজ করবেন না যা প্ররোচনা সৃষ্টির শামিল হতে পারে। এর জন্যে সজাগ, সচেতন থাকতে হবে। আইন যাতে কেউ হাতে না নেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুলিশ-প্রশাসন-নির্বাচন কমিশনকে সাহায্য ও সহযোগিতা করতে হবে। শান্তি-সম্প্রীতি রক্ষায় সবাই তাদের দায়িত্ব যেন যথাযথ ভাবে প্রতিপালন করে।
advertisement
আবীর ঘোষাল
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Election: ত্রিপুরায় ভোটের ফল প্রকাশের পরে শান্তিরক্ষার আবেদন বিজেপি ও বাম-কংগ্রেস জোটের 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement