Tripura Assembly Election 2023: 'ডাবল ইঞ্জিন সরকার বলে, মানুষকে ভাঁওতা দিয়েছে,' ত্রিপুরায় বিজেপিকে তোপ অভিষেকের

Last Updated:

Tripura Assembly Election 2023: একাধিক বিষয়ে ত্রিপুরার শাসকদলকে নিশানা করলেন অভিষেক।

আগরতলা: ত্রিপুরায় সভা করে বিজেপিকে একের পর এক ইস্যুতে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন একাধিক বিষয়ে ত্রিপুরার শাসকদলকে নিশানা করলেন অভিষেক।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "হাজার বাধা বিপত্তি পেরিয়ে, বিজেপির চোখ রাঙানি উপেক্ষা করে আপনারা এসেছেন সভায়। যাঁরা সভায় এসেছেন, তাঁদের বাড়িতে গিয়ে ধমকানো চমকানো হয় আমরা জানি। তার পরেও আপনারা মাঠে এসেছেন। বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ত্রিপুরায় না আসতে পারে, তাই হাজার রকমের চেষ্টা হয়। সিপিএমের অপশাসন দেখেছেন। কংগ্রেসকেও দেখেছেন। ২৫ বছরে সিপিএম যা করেছে।"
advertisement
অভিষেক আরও বলেন, "বিজেপি আরও এক দশক পিছিয়ে দিয়েছে। সড়ক, পরিকাঠামো, স্বাস্থ্য সবকিছুতে পিছিয়ে আছে ত্রিপুরা। NCRB দেওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরা সন্ত্রাস বেশি হয়। প্রতিবেশী রাজ্যে যদি দুয়ারে সরকার হয়। তাহলে এখানে কেন দুয়ারে সরকার হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন, তা করে দেখিয়েছেন। আপনাদের বলছি, আপনাদের আগামী দিনে কারও কাছে হাত পাততে হবে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসলে কাউকে সমস্যায় পড়তে হবে না।"
advertisement
advertisement
অভিষেক বলেন, "স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রুপশ্রী সবটাই হবে এখানে। দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার করতে হবে। আমার গাড়িতে আক্রমণ হয়েছে। আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছে। আমরা লড়াই করতে প্রস্তুত। আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা সংগঠিত আন্দোলন করেছি বলেই, ওরা মুখ্যমন্ত্রী বদলে দেয়। বসন্তের কোকিলের মতো, জিতলাম আর চলে গেলাম তা হবে না। ডাবল ইঞ্জিন সরকার বলে, মানুষকে ভাঁওতা দিয়েছে।"
advertisement
তিনি আরও বলেন, "যতই কষ্ট হোক, নিজের ভোট নিজে দেবেন। বিজেপি নেতারা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে বলবেন, ভোট পদ্মে দেব। টাকা দিলে নিয়ে নেবেন। ৫০০ দেবে বললে ১০০০ চাই বলবেন, ২০০০ দেবে বললে ৫০০০, ৫০০০ বললে ১০০০০ নেবেন। এই টাকায় খাবেন, জিনিষ কিনবেন। এই টাকা আপনার। আপনার টাকা এরা লুটেছে। ১৬ তারিখ আপনার সুযোগ। বড় ফুল থেকে টাকা নেবেন জোড়া ফুলে ভোট দেবেন।"
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: 'ডাবল ইঞ্জিন সরকার বলে, মানুষকে ভাঁওতা দিয়েছে,' ত্রিপুরায় বিজেপিকে তোপ অভিষেকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement